জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ফের শ্রেষ্ঠত্বের আসনে। তথ্য প্রযুক্তি শিল্পে বাংলা সেরা হওয়া দৌড়ে অগ্রগণ্য। কেন্দ্রীয় সমীক্ষা থেকে উঠে এল সেই তথ্য। জাতীয় সংবাদ মাধ্যমে উঠল বাংলা তথ্য প্রযুক্তি শিল্পে সেই সাফল্যের কথা। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় লেখেন, ‘গোটা ভারত লক্ষ্য রাখুক তথ্য প্রতিযোগিতা নতুন সূর্যোদয় হয়ে গিয়েছে বাংলায়’।
কলকাতার আইটি হাব:
জাতীয় স্বীকৃতিতে বটেই ইতোমধ্যে বিশ্ব স্বীকৃতি ও আদায় করে নিয়েছে কলকাতার আইটি হাব। দেশের মধ্যে ক্রমশ নজির নজর তৈরি করছে। বিশ্বের প্রথম সারির ২৪ তথ্য প্রযুক্তি শহরের মধ্যে স্থান করে নিয়েছে কলকাতা। বিনিয়োগ আসছে বিদেশি সংস্থার আগ্রহ বাড়ছে কলকাতায় তথ্যপ্রযুক্তি হাবে।
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের অনুষ্ঠান:
কিছুদিন আগে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের কলকাতায় বণিক সভার অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, সরকারি উদ্যোগ এবং শিল্প পুনর্গঠন বিভাগের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছিলেন, ‘আমরা শিলিগুড়ি, দুর্গাপুর, কল্যাণী, কৃষ্ণনগর এবং আসানসোলের মতো জায়গা জুড়ে ২২টি আইটি পার্কের কথা ভাবছি । উল্লেখযোগ্যভাবে, সেক্টর ভি-এর ১০টি ওয়েবেল-মালিকানাধীন সম্পত্তি এবং শিলিগুড়ির তিনটি শতভাগ দখলে রয়েছে। ইনফোসিস, উইপ্রো এবং টিসিএস-এর মতো প্রধান শিল্প সংস্থাগুলির উপস্থিতি—যারা প্রায় ৫০,০০০ লোককে নিয়োগ করেছে—ইকোসিস্টেমকে শক্তিশালী করে চলেছে, যেখানে টিসিএস মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আরও সম্প্রসারণের বিষয়ে কৌশলগত আলোচনাও করছে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই উদ্যোগগুলি কলকাতাকে ভারতের একটি শীর্ষস্থানীয় আইটি হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সারিবদ্ধ।’
মুখ্যমন্ত্রীর ট্যুইট:
তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় বাংলাকে নতুন আইটি হাব হিসেবে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মোদি মিডিয়া চাপে জাতীয় সংবাদমাধ্যমগুলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলার সেই সাফল্য তুলে ধরেনি এতদিন। তবে ব্যাতিক্রমী হয়ে বাংলার সাফল্যকে তুলে ধরেছে ইন্ডিয়া টুডে। এরপরই মুখ্যমন্ত্রী লেখে আনন্দের সঙ্গে জানাচ্ছি তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগের ক্ষেত্রে যে বাংলায় সাফল্যের তথ্য তুলে ধরার শুরু করল ভারতের মেন্সট্রিম মিডিয়া।
‘ইন্ডিয়া টুডে’ ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘নিউ আইটি সানরাইজ’ শিরোনাম এবং সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলার রাজধানীতে আইটি হাবের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বাইরে থেকে সংস্থা আসছে। সেখানকার অসাধারণ পরিকাঠামো বিপুল মেধার টানে আসছে তারা। ম্যাগাজিনের শিরোনাম স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বার্তা তথ্য প্রযুক্তিতে বাংলার নতুন সূর্যোদয়ের।
কলকাতা তথ্য প্রযুক্তি নতুন অধ্যায়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। গত সাত বছরের ১৫২০২৮ সংস্থা কাজ শুরু করেছে। ২ লক্ষ ৭ হাজার বেশি কর্মসংস্থান হয়েছে। কেন্দ্রে সফটার টেকনোলজি পার্টস অফ ইন্ডিয়া অনুসারে কলকাতা তথ্য প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবায় রপ্তানি ২০১৮ অর্থবছরের ৬৬৮৪ কোটি টাকার থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে তা হয়েছে ১৪ হাজার ২৬৮ কোটি। ইতিমধ্যে আই দিয়ে মাইক্রোসফট উইথ ডকুমেন্ট সংস্থাগুলি অনেকগুলি ব্যবসা শুরু করেছিল গত তিন বছরে ক্যালসফ্ট, জেনসার, এলএন্ড টি মাইন্ড ট্রি, সংস্থাগুলি যুক্ত হয়েছে। ২০২১ সালে থেকে ২০২৫ ৪১ টি আইডি এবং আইডিএস কোম্পানি কার্যক্রম শুরু করেছে। নিউ টাউন ইনফোস এর বিশাল বড় অফিস তৈরি হয়েছে। তৈরি হয়েছে চারটি ডেটা সেন্টার।
তথ্যসূত্র: প্রবীর চক্রবর্তী…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)