Mamata Banerjee 21 July: ‘কে মাছ খাবে, কে ডিম খাবে ওরা ঠিক করে দেবে নাকি, বাংলা এসব মানবে না’…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজকের সভামঞ্চ থেকেই সংগ্রামী বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে বাংলা ভাষা নিয়ে আন্দোলনেরই ডাক দিলেন বাংলার মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া, নাগরিকত্ব, এনআরসি-সহ একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি। কেন্দ্রের জারি করা ‘বাঙালি বিরোধী’ সার্কুলারের তীব্র বিরোধিতা করেন তিনি। 

আরও পড়ুন, TMC Shaheed Diwas 2025: ভোটার লিস্টে কারচুপি রুখে দেব, প্রয়োজনে দিল্লিতেও আন্দোলন করব, হুঁশিয়ারি অভিষেকের

মমতার অভিযোগ, বাংলা বললেই রোহিঙ্গা বলে দেগে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। ভিনরাজ্যে বাংলাভাষীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। অন্তত হাজারখানেক বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। মমতা বলেন, ‘বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছেন, গ্রামের রাস্তা বন্ধ করে দিয়েছেন। বাংলা ভাষায় কথা বললেই আপনাদের কী সমস্যা। বাংলা ভাষায় কথা বললেই আপনারা ভয় পেয়ে যান’। 

মমতা এদিন আরও বলেন, বাংলা ভাষার ওপর বিরাট সন্ত্রাস চলবে, বাংলা ভাষায় কথা বলা যাবে না, কে মাছ খাবে ডিম খাবে ওরা ঠিক করে দিচ্ছে, বাংলা এসব মানবে না, জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে। তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, বাংলাভাষীদের উপর অত্য়াচার হলে ছেড়ে দেব না। আমি ধরলে ছাড়ি না। আমাদের আটকে রাখা যায় না। রোখা যায় না। 

মোদীকে খোঁচা দিয়ে মমতার বক্তব্য, আপনি আসাম সামলাতে পারছেন না, আর বাংলায় নাক গলাচ্ছেন? নাক গোলানো বন্ধ করুন নাহলে আমরা সবাই যাব আন্দোলন করতে দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারেন? দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। বাঙালিদের গ্রেপ্তার করবেন আর টেলিপ্রম্পটারে বাংলা লিখে এনে দু লাইন বলে বাঙালিদের মন জয় করবেন? হবে না। 

আরও পড়ুন, Mamata Banerjee 21 July: পহেলগাঁওয়ের আবেগে ভিজল একুশের মঞ্চ! মমতার হাত ধরে কাঁদলেন বিতানের বাবা-মা, শহিদ জওয়ান ঝন্টুর বাবাও…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *