TMC Shaheed Diwas 2025: ‘বড়বড় কথা বলছেন! কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?’


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ভাষার জন্য দেশের বিভিন্ন প্রান্ত বাঙালিদের হেনস্থা, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিঁদুরের উল্লেখ না করেও তিনি নিশানা করলেন মোদী সরকারকে।

সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সামরিক শক্তি টের পেয়ে গিয়েছে গোটা বিশ্ব। আর এদিনই ধর্মতলায় একুশের শহিদ স্মরণসভা থেকে প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূল নেত্রী বলেন, ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট! আর আপনারা বড়বড় কথা বলছেন? আপনাদের কন্ট্রোল করছেন কে? এত রক্তের বিনিময়েও কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু, না মুসলমান, না খ্রিষ্টান, না জৈন। 

বাঙালিদের হেনস্থার উল্লেখ না করেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বাংলার উপরে অত্যাচার করছেন তারা ভুলে গিয়েছেন? আমেরিকার প্রেসিডেন্ট দুটি প্লেন ভর্তি করে লোক পাঠিয়ে দিয়েছিল গুজরাটে। দড়ি বেঁধে বেঁধে, শেকল বেঁধে বেঁধে। কোথায় ছিলেন সেদিন। কেন প্রতিবাদ করেননি। বাংলার কাউকে তো ফেরত পাঠায়নি! কারণ বাংলা ওখানে ট্যালেন্ট দেয়। বাংলা ট্যালেন্ট ছাড়া চলে না। আপনাদের মুখে বড় বড় কথা! আয়নায় নিজের মুখ দেখুন। তার পরে অন্য কথা বলবেন। আমরা কাউকে ভয় পাই না। 

আরও পড়ুন-ক্যামপাসে ভেঙে পড়ল বিমান! পোড়া শরীরে স্কুল থেকে বেরিয়ে এল পড়ুয়ারা, বিপন্ন কমপক্ষে ৩০…

আরও পড়ুন-‘বাংলায় পরিবর্তন হয়ে গেছে, নতুন করে পরিবর্তনের দরকার নেই, দিল্লিতে দরকার’! একুশের মঞ্চ থেকে মমতা…

তৃণমূল নেত্রী এদিন আরও বলেন, অসমের মুখ্যমন্ত্রী (হিমন্ত বিশ্বশর্মা), আপনি অসম সামলাতে পারছেন না, আর বাংলাকে লক্ষ্য করছেন? আমি সুস্মিতা দেবকে বলছি, অসমে আন্দোলন শুরু করো, আমরা সবাই যাব। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে।‌ দেখতে চাই আপনাদের কত ডিটেনশন ক্যাম্প রয়েছে। আপনাদের কন্ট্রোল করছে ইউএস‌এ। কিসের হিন্দু আপনারা? কেন আপনারা পাক-অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? বিজেপি যত‌ই বলো– তোমরা নিজেরা বদলে যাবে কিন্তু এখানে বদলানো যাবে না। ২০২৬ সালে আরও বেশি সিট নিয়ে জিততে হবে। আর জেতার পর ২০২৯-এ দিল্লিতে বিজেপিকে হারাতে হবে। ২০১১ সালে যখন ক্ষমতায় এসেছিলাম, তখন বলেছিলাম– বদলা নয়, বদল চাই। কিন্তু এবার আমি বলছি– ‘জব্দ হবে, স্তব্ধ হবে! আমাদের গর্জন, তোমাদের বিসর্জন।’ বাকিটা বুঝে নিন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *