বুধ থেকে জেলায় জেলায় বৃষ্টির তাণ্ডব! ফের বানভাসী বাংলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট…| Torrential rains to lash districts from Wednesday Will Bengal be flooded again Latest weather update


অয়ন ঘোষাল: পরশু ২৪ জুলাই বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আজ ২২ জুলাই পর্যন্ত। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে কাল বুধবার ২৩ জুলাই থেকে। বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ২৪ ও ২৫ জুলাই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে ২৬ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন:Breaking News LIVE Update: ট্রেনের ধাক্কায় হাতির মৃ*ত্যু নিয়ে রেল-রাজ্য সংঘাত! বন দফতরের অভিযোগ উড়িয়ে দিল রেল…

সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা:

কাল বুধবার বিকেলের মধ্যে উপকূলে স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে। পরশু ২৪ শে জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা তাদের  সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে:

দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি নেই। বরং আজ জেলায় জেলায় সকাল থেকেই রোদের দেখা মিলবে। বেলা বাড়লে পশ্চিমাঞ্চলের জেলায় আকাশ আংশিক বা সম্পূর্ণ মেঘলা হয়ে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গে আকাশ আংশিক বা সম্পূর্ণ মেঘলা হলেও বৃষ্টির সম্ভবনা নামমাত্র। কাল বুধবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ। দক্ষিণের বেশিরভাগ জেলার ৬০ থেকে ৭৫ শতাংশ এলাকা জুড়ে কাল দুপুরের পর্জ বিশেষত বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। কাল ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতাতে।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: কর্মক্ষেত্রে চাপ হতে পারে বৃশ্চিকের, নতুন সুযোগের দরজা খুলতে পারে ধনুর…

পরশু বৃহস্পতিবার বৃষ্টির পরিমান অনেকটাই বাড়বে। সেদিন নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। পরশু অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। তার কিছুটা প্রভাব পড়তে পারে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলী এলাকায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার মধ্যে উল্লেখযোগ্য ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।

উত্তরবঙ্গ:

উত্তরবঙ্গে আজ মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তরের বাকি সব জেলাতেই। এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে মালদা দুই দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পং এর প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ এলাকা জুড়ে হবে। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর বঙ্গের সব জেলাতে। তবে আজকের তুলনায় কাল সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *