UGC NET JRF 2025: গোটা দেশে প্রথম কাটোয়ার নিলুফা! UGC NET JRF 2025 রেজাল্টে তাক লাগিয়ে গলি থেকে রাজপথের উড়ান স্কুলশিক্ষকের মেয়ের…


সন্দীপ চৌধুরী:  UGC NET JRF 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ কাটোয়ার গর্ব নিলুফা ইয়াসমিন। 

কাটোয়ার গর্ব: 

সাফল্যের শিখরে উঠে গোটা কাটোয়াকে (Katwa) গর্বিত করলেন নিলুফা ইয়াসমিন। সর্ব ভারতীয় স্তরের অন্যতম কঠিন প্রতিযোগিতা UGC NET JRF 2025 পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ অর্জন করেছেন তিনি। কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা নিলুফার এই কৃতিত্বে উৎসবে মেতেছে তার পরিবার, পাড়া, এমনকি গোটা শহর। 

অধ্যাবসায়: 

এই চূড়ান্ত সাফল্যের পেছনে রয়েছে এক অবিচল মনোযোগ, কঠোর অধ্যবসায় আর অদম্য জেদ। নিলুফা জানিয়েছেন, এর আগেও দু’বার তিনি এই পরীক্ষায় বসেছিলেন, কিন্তু ফল আশানুরূপ হয়নি। অনেকেই হয়ত সেখানেই থেমে যেতেন কিন্তু নিলুফা থামেননি। বরং প্রতিবার ব্যর্থতার পর নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন, নিজের ভুলগুলো বিশ্লেষণ করে এগিয়ে গেছেন। 

তিনি বলেন,প্রথম দু’বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি। জানতাম আমি পারব। এবারের প্রস্তুতিতে ছিল দৃঢ় লক্ষ্য। শুধুই পাশ নয়, শীর্ষে পৌঁছনোর। ফলাফল প্রকাশের পর প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি নিলুফা। তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ দেখে আনন্দে চোখে জল আসে পরিবারের সদস্যদের। 

মা-বাবার আনন্দ: 

মা-বাবা, শিক্ষক, প্রতিবেশী সবাই উচ্ছ্বাসে ভেসেছেন। ছোট শহর থেকে উঠে এসে সর্বোচ্চ র‍্যাংক অর্জন করা যেন স্বপ্নের মতো। নিলুফা শুরু থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী। পরবর্তীতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও তিনি বরাবরই অসাধারণ ফল করেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগ্রহ থেকেই তিনি UGC NET ও JRF-এর প্রস্তুতি শুরু করেন। বাবা শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন, মা এখনও কর্মরত। দুই বোনের মধ্যে বড় বোন গান নিয়ে পড়াশোনা করেছেন। নিলুফা পড়াশোনার পাশাপাশি গান ও গান। 

অনুপ্রেরণা: 

নিলুফার এই কৃতিত্ব কাটোয়ার মতো শহরের শিক্ষিত তরুণ-তরুণীদের কাছে এক বড় অনুপ্রেরণা। প্রমাণ করে দিলেন প্রতিভা,পরিশ্রম ও সাহস থাকলে সীমাবদ্ধতা কোন বাধা হতে পারে না। তাঁর এই সাফল্যে আজ শুধু তাঁর পরিবার নয়, গোটা কাটোয়া গর্ব অনুভব করছে। নিলুফার গল্প হাজারো শিক্ষার্থীর জন্য এক উদাহরণ। বারবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য ধরা দিতেই পারে। তাঁর এই অধ্যবসায় ও অর্জন ভবিষ্যতের পথপ্রদর্শক হয়ে থাকবে। বাঙালির মেধা আর লড়াইয়ের জয়গাথায় লেখা থাকুক নিলুফা ইয়াসমিনের নাম স্বর্ণাক্ষরে।

Newtown Crime Incident: হাড়হিম নিউটাউন! পরকীয়া-সন্দেহ-ঝগড়া! গেস্ট হাউজের ঘরে শ্বাসরোধ করে স্ত্রীকে … অবিশ্বাস্য…

Mamata Banerjee on Kolkata IT Hub: বেঙ্গালুরু-গুরুগ্রাম নয়, দেশের নতুন তথ্য-প্রযুক্তি হাব কলকাতাই …

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *