West Bengal Assembly Election 2026: ‘স্বাধীন’ হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর! ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই বড় নির্দেশ কমিশনের…


অর্কদীপ্ত মুখার্জি: বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে SIR নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (State Election Commission) দফতরকে স্বতন্ত্র ঘোষণা করার নির্দেশ। নবান্নকে নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। ইতিমধ্যেই নবান্নে রাজ্যের মুখ্য সচিবের কাছে এই নিয়ে চিঠি পৌঁছেছে।

বছর ঘুরলেই ২০২৬-এ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সেই নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের যাতে রাজ্যের উপর কোনও নির্ভরশীলতা না থাকে, এবার তারই উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মুখ্যসচিবকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে দ্রুত স্বাধীন দফতর হিসেবে ঘোষণা করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন সিইও দফতর। স্বাধীন হলে রাজ্যের উপর আর্থিকভাবে এবং নির্বাচনী কর্মী নিয়োগের ব্যাপারে আর কোনও নির্ভরশীলতা আর থাকবে না মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। এতে SIR স্বাধীনভাবে পরিচালনা করতে আর বাধা থাকবে না বলে কমিশন সূত্রের খবর। উল্লেখ্য, বিহার ভোটে এই এই SIR নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। 

উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে এই SIR বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্য়মে। ফলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এদের সংখ্যাটা কয়েক লাখ। 

আরও পড়ুন, Bihar Election: SIR বিতর্কের মধ্যেই বিহার ভোটে ‘বাংলা মডেল’! দেশের মধ্যে প্রথম রাজ্য, যেখানে প্রতি বুথে…

আরও পড়ুন, Dharmasthala mass-burial case: ‘গাছে দোপাট্টা দিয়ে বাঁধা মেয়ের দে*হ, কোনও কাপড় নেই, শরীরে… পেরে উঠিনি দোদ্দাভারুর সঙ্গে লড়াইয়ে…’ ধর্মস্থল গণকবর-ধ*র্ষ*ণ-খু*নের একের পর এক হাড়হিম সত্যি ফাঁস…

আরও পড়ুন, Meghalaya Honeymoon Murder: হানিমুনে গিয়েই রাজাকে খু*ন! জেলে একমাস কীভাবে কাটাল সোনম? কতটা অনুতপ্ত ‘স্বামীহন্তা’?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *