অর্কদীপ্ত মুখার্জি: বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে SIR নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (State Election Commission) দফতরকে স্বতন্ত্র ঘোষণা করার নির্দেশ। নবান্নকে নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। ইতিমধ্যেই নবান্নে রাজ্যের মুখ্য সচিবের কাছে এই নিয়ে চিঠি পৌঁছেছে।
বছর ঘুরলেই ২০২৬-এ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সেই নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের যাতে রাজ্যের উপর কোনও নির্ভরশীলতা না থাকে, এবার তারই উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মুখ্যসচিবকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে দ্রুত স্বাধীন দফতর হিসেবে ঘোষণা করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন সিইও দফতর। স্বাধীন হলে রাজ্যের উপর আর্থিকভাবে এবং নির্বাচনী কর্মী নিয়োগের ব্যাপারে আর কোনও নির্ভরশীলতা আর থাকবে না মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। এতে SIR স্বাধীনভাবে পরিচালনা করতে আর বাধা থাকবে না বলে কমিশন সূত্রের খবর। উল্লেখ্য, বিহার ভোটে এই এই SIR নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।
উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে এই SIR বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্য়মে। ফলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এদের সংখ্যাটা কয়েক লাখ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)