Kolkata Murder: কলকাতায় স্টোনম্যান? ঘুমন্ত যুবককে নৃশংস খুন! ৯ ঘণ্টার মধ্যেই টান টান ‘কেস সলভড’ কলকাতা পুলিসের…


বিক্রম দাস: কলকাতায় স্টোনম্যান (Kolkata Stoneman)? ঘুমন্ত যুবককে পাথরে থেঁতলে খুন (Kolkata Murder)! ৯ ঘণ্টার মধ্যেই খুনের রহস্যের উদঘাটন কলকাতা পুলিসের (Kolkata Police)। মঙ্গলবার সকালে টালিগঞ্জ থানা-র অধীনে ১৬২এ শরৎ বোস রোডের উপর সুদেশ ভবনের কাছে ফুটপাথে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেন পুলিসকে। পুলিস এসে দেখে, যুবকের কানে আঘাতের চিহ্ন। রক্ত ঝরছিল বাম কান থেকে। ডান হাত ভাঙা।

জানা যায়, মৃতের নাম সোমনাথ চক্রবর্তী ওরফে বুম্বা। মহেশতলা থানা এলাকার বাসিন্দা। মূলত ভিক্ষা করে এবং অন্যান্য কাজ করেই জীবিকা নির্বাহ করত। দিন কাটাত। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে, হয়তো দুর্ঘটনায় মৃত্যু! কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহ হয় পুলিসের। পুলিস নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে খুন সন্দেহে তদন্ত শুরু করে। এরপর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই পুলিসের সন্দেহ সত্যি বলে প্রমাণিত হয়। দেখা যায়, সোমনাথ চক্রবর্তীকে খুন-ই করা হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করে পুলিস।

জানা যায়, রাজু নস্কর ওরফে নাপিত খুন করেছে সোমনাথকে। রাজুও একজন ভিক্ষুক। তবে সে চরিত্রের দিক থেকে কুখ্যাত। আগেও তার অপরাধের ঘটনা রয়েছে। এরপরই টালিগঞ্জ থানার একটি দল জয়নগর থেকে গ্রেফতার করে রাজু নস্করকে। পুলিসি জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেছে ধৃত রাজু। মঙ্গলবার সাতসকালে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। তবে ৯ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিস যেভাবে ‘কেস সলভড’ করে, তা নিঃসন্দেহে কুর্নিশ প্রাপ্ত।

আরও পড়ুন, Siliguri NJP girls rescue: হাতে লেখা নাম্বার! পাচারের আগেই শিলিগুড়িতে ট্রেন থেকে উদ্ধার ৫৬ যুবতী, নিয়ে যাওয়া হচ্ছিল…

আরও পড়ুন, Jalpaiguri girl google job: গুগলে বছরে ৫৪ লাখের চাকরি স্টিল ফার্নিচারের দোকানের সামান্য কর্মচারীর মেয়ের! স্বপ্নের উড়ান…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *