বাসুদেব চট্টোপাধ্যায়: আসানসোলের (Asansol) সালানপুর থানার অন্তর্গত বনজেমারি কলিয়ারির ১৫ বছর বয়সী কিশোরী গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ (Girl Missing)। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী সকালে বাড়ি থেকে স্থানীয় ডাবর মোরে টিউশনের উদ্দেশ্যে রূপনারায়ণপুরের দিকে রওনা হয়েছিল। তারপর থেকে তার কোনও খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা খোঁজা খুঁজি শুরু করে।
আরও পড়ুন, Bengal Weather Update: প্রচণ্ড বাজ-বিদ্যুৎ সহ জেলায় জেলায় ধেয়ে আসছে বৃষ্টি-দুর্যোগ! জারি সতর্কতা…
পরে আসানসোল রেল স্টেশনে গিয়ে খোঁজ করলে জিআরপি সিসিটিভি ক্যামেরা দেখায়, সেখানে মেয়েটিকে দেখা যায় আসানসোল রেল স্টেশনের বাইরে চলে যাচ্ছে মেয়েটি তখন প্রায় সন্ধ্যা ৭ । এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছে। সালানপুর থানায় মামলা নথিভুক্ত হয়েছে এবং পুলিস তদন্ত শুরু করেছে। নিখোঁজের পর পরিবারের উদ্বেগ বাড়তে থাকে যখন ওই কিশোরীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার পিতার কাছে একাধিক বার্তা আসে।
বার্তায় লেখা ছিল, তাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ করতে হবে। এমনকি তার ছবি পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয় শনিবার রাতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মুক্তিপণের কিছু অর্থ পাঠানো হলেও কিশোরীর কোনও সন্ধান মেলেনি। এই ঘটনা পরিবারকে গভীর শঙ্কার মধ্যে ফেলেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, তদন্তে সিসিটিভি ফুটেজে শনিবার সকাল ৯:৪২ নাগাদ ওই কিশোরীকে চিত্তরঞ্জনগামী একটি মিনি বাসে ওঠার দৃশ্য ধরা পড়েছে। তারপর সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনে দেখা গিয়েছে।
তারপর পুলিসের সাহায্যে খবর পায় মেয়েটি মধুপুরে আছে সেখানে খোঁজার পরও পাওয়া যায়নি। পরে জানা যায় মেয়েটি লক্ষীসরাই পৌঁছে গিয়েছে। আত্মীয়রা সেখানেও খোঁজা খুঁজি করে সেখানেও কিছু পাওয়া যায় না। এটিই তার শেষ পরিচিত অবস্থান বলে জানায় মেয়েটির বাবা। এখন তার মোবাইল ব্লক করা হয়েছে এবং ফোন বন্ধ থাকায় আর কোনও সূত্র পাওয়া যায়নি। পুলিস কিশোরীর সঙ্গে যুক্ত সকলের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে, তবে এখনও কোনও গুরুত্বপূর্ণ তথ্য মেলেনি।
এলাকায় এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। তার একমাত্র দাদা করজোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ও জেলা শাসক ও পুলিস কমিশনারের কাছে আবেদন করছেন তাদের মেয়েটিকে তাদের ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আরও কিছু ব্যবস্থা নিক। স্থানীয়রা পুলিসের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিস জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সম্ভাব্য সব সূত্র খতিয়ে দেখছে। এক আধিকারিক বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিশোরীর নিরাপদ প্রত্যাবর্তন আমাদের প্রধান লক্ষ্য।”
আরও পড়ুন,Kakdeep Shocker: কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপোকে কু*পি*য়ে খু*ন, ভরতপুরে নিহত দলের কর্মী
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)