রণয় তিওয়ারি এবং পিয়ালি মিত্র: ফের কলকাতায় হাড়হিম কাণ্ড৷ জেলবন্দি স্বামীকে জামিন করিয়ে দেওয়ার টোপ দিয়ে পার্ক স্ট্রীট এলাকায় হোটেলে নিয়ে এসে তরুণীকে ধর্ষণের অভিযোগ।
ঘটনার সূত্রপাত:
জেলবন্দী স্বামীকে ছাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভাব জমায় প্রথমে। তারপর আলাপ জমিয়ে একাধিকবার ধর্ষনের অভিযোগ। সেনা কর্মী পরিচয় দিয়ে আলাপ জমায় বলে অভিযাগ। পার্ক স্ট্রিট থানার হাতে গ্রেফতার অভিযুক্ত। তরুণী মুখ খুলতেই পার্ক স্ট্রীট থানার পুলিস গ্রেফতার করেছে অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে সেনার প্রাক্তন কর্মী বলে পরিচয় দেয়৷
জামিনের টোপ:
তারপরই তরুণীকে স্বামীকে জামিন করিয়ে দেওয়ার টোপ দিয়ে পার্ক স্ট্রীট এলাকায় হোটেলে নিয়ে আসে এবং তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে৷ জানা গিয়েছে অভিযুক্ত বীরভুমের বাসিন্দা এবং অভিযুক্তের নাম মুজিবর রহমান, বয়স ৩৪ বছর। গোটা ঘটনার তদন্ত করছে পার্ক স্ট্রীট থানার পুলিস৷
গ্রেফতার:
বুধবার খিদিরপুরের একটি গেস্ট হাউস থেকে তাঁকে। বৃহস্পতিবার ধৃত কে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ৪ আগস্ট পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। ৪ তারিখ পর্যন্ত পুলিস হেফাজত অভিযুক্তের।
অভিযোগ:
পুলিস এবং আদালত সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী NIA কেসে জেল বন্দি। স্বামী কে ছাড়াতে গেলে কলকাতায় যেতে হবে, মহিলাকে বলে ধৃত সেনা। এরপর ২০২৪ সালে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় মহিলা কে নিয়ে আসে ওই যুবক। সেখানে মহিলাকে অচৈতন্য করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি, ঘনিষ্ট মুহূর্তের ছবি তুলে রাখে বলেও অভিযোগ। এরপর ২০২৫ সালের জুন মাসে পার্ক স্ট্রিট থানায় মহিলা অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল এই সেনা কর্মী।
অপরদিকে, মোবাইলের টাওয়ার লোকেশন মারফত পার্ক স্ট্রিট থানার পুলিস জানতে পারে ওয়াটগঞ্জ থানা এলাকার একটি গেস্ট হাউসে লুকিয়ে রয়েছে এই যুবক। এরপরই বুধবার রাতে পার্ক স্ট্রিট থানার পুলিস ওই গেস্ট হাউসে হানা দিয়ে অভিযুক্ত সেনা কর্মী কে গ্রেফতার করে। যদিও অভিযুক্ত সেনা কর্মী ঘনিষ্ট মহলে জানিয়েছে তাঁকে ফাঁসানো হয়েছে।
এদিকে অবশ্য গোটা ঘটনার তদন্ত করে দেখছে পার্ক স্ট্রিট থানার পুলিস। ইতিমধ্যে মহিলার গোপন জবানবন্দি হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, সেই বিষয়েও তদন্ত করে দেখছেন তদন্তকারী কর্তারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)