Mamata Banerjee on Prosenjit Chatterjee: তৃণমূলস্তরে সিনেমাকে পৌঁছে দিতে বড় উদ্যোগ প্রসেনজিতের, পরিকল্পনায় খুশি মুখ্যমন্ত্রী…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক বন্ধ হয়েছে সিঙ্গল স্ক্রিন। শহর হোক বা জেলা, হাতে গোনা কয়েকটা সিঙ্গল স্ক্রিন চলছে। বেশিরভাগেরই পরিকাঠামো ধুঁকছে। এমন সময়ে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। বাংলায় ভালো ছবি তৈরি করতে আগেই প্রযোজনা সংস্থা খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে শুধু সিনেমা বানালেই হবে না, তা তৃণমূলস্তরে পৌঁছে দেওয়ার জন্য বড় উদ্যোগ প্রসেনজিতের। বৃহস্পতিবার মহানায়ক সম্মান অনুষ্ঠানে সেই উদ্যোগের কথাই প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

আরও পড়ুন- Anuradha Paudwal on Kanwar Yatra In UP: ধর্মীয় কানওয়ার যাত্রার নামে অশ্লীল নাচ! ‘এই ননসেন্স বন্ধ করুন’, রেগে আগুন অনুরাধা পৌডওয়াল…

উত্তম কুমারের প্রয়াণ দিবসে প্রতিবারের মতো এবছরও মুখ্যমন্ত্রী বেশ কিছু শিল্পীর হাতে তুলে দিলেন মহানায়ক সম্মান। সেই সম্মান দেওয়ার অনুষ্ঠানে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের উদ্যোগের কথা জানা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই। এদিন মঞ্চে হাজির ছিলেন অভিনেতা। তবে মুখ্যমন্ত্রী আচমকাই এই ঘোষণা করেন। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় অবশ্য এই বিষয়ে কিছুই বলেননি। 

আরও পড়ুন- Darsheel Safary Interview: ‘তারে জমিন পর আমার জীবনের বড় অংশ, ভালো অভিনেতা হতে গেলে ভালো মানুষ হওয়া জরুরি…’

এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, “প্রসেনজিৎ একটা ভাল মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে। প্রায় একশোটা জায়গায় ৪০ -৫০ জনের বসার মতো একটা সিনেমা ঘর বানাচ্ছে প্রসেনজিৎ। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি। ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে। এটা যদি হয় তাহলে বুথ স্তরে বা প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে। আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলো মার্কেটও পাবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে”।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *