ভিনরাজ্যে বিপদ! বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু পুলিসের.. West Bengal Police helpline number for migrant workers


জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্যুরো: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে লাগাতার হেনস্থা। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য এবার হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ পুলিস। আশ্বাস দেওয়া হল, ‘প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব’।

আরও পড়ুন:  App Cab: গন্তব্যে পৌঁছে দিতে বেশি ভাড়া! না দেওয়ার মহিলা যাত্রীকে লাথি, গ্রেফতার চালক…

ফেসবুক পোস্টে রাজ্য পুলিসের তরফে জানানো হয়েছে, ‘বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই’। 

রাজ্য পুলিসের পরামর্শ, ‘বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল 9147727666 । এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব’।

এদিকে পরিযায়ী হেনস্থায় সরব স্বয়ং মুখ্যমন্ত্রী। একুশের জুলাইয়ের মঞ্চ থেকে ‘ভাষা আন্দোলনে’র ডাক দিয়েছেন মমতা। ঘোষণা করেছেন,  ‘আগামী ২৬ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি শনি, রবিবার বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণ, অত্যাচার নিয়ে মিটিং মিছিল ও ধর্না হবে। এছাড়াও ২৭ জুলাই নানুর দিবস। ওই দিন থেকে টানা ইলেকশন পর্যন্ত এটা চলবে’।  বস্তুত, আগামী ২৮ জুলাই বোলপুরে প্রতিবাদে মিছিল হাঁটবেন মমতা নিজে।

আরও পড়ুন:  East West Metro: এবার কি বেসরকারি হাতে ইস্ট ওয়েস্ট মেট্রো? ১৫ কিমি যেতে কি খসবে ১৫০ টাকা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *