বিমল বসু: উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায় বাড়ি মহারাষ্ট্রে কর্মরত পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন। বস্তাবন্দী একটি ডোবা থেকে উদ্ধার তার টুকরো টুকরো দেহ। রাতে কফিনবন্দি দেহ এল বাদুড়িয়ার রুদ্রপুরে তার বাড়িতে। এলাকায় শোকের ছেয়া।
আরও পড়ুন:Deadly Lightning: মর্মান্তিক! ১দিনে ভয়ংকর বাজে মৃত ১৭, কেন এই মৃত্যুলীলা রাজ্যে?
বাঙালি পরিযায়ী শ্রমিক খুন:
পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদুড়িয়া থানার রুদ্রপুরে বছর ৩৩ বয়স আবুবক্কর মণ্ডল বেশ কয়েক বছর সে মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসিগাও থাকত মহারাষ্ট্রে। তিনি শ্রমিকের কাজ করতেন। মূলত রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে তার স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করতেন। গত রবিবার (২০ জুলাই) সন্ধ্যের পর থেকে আবু বক্কর মণ্ডলের কোনও খোঁজ পারছিল না তার পরিবার। বারবার তার মোবাইলে ফোন করলেও সুইচ বন্ধ বলছিল। সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় ভাসি থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। এরপর ভাসি থানার পুলিস তদন্তে নামে।
বাংলায় এল কফিনবন্দি দেহ:
গত মঙ্গলবার সে যেখানে থাকত তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতরে বস্তাবন্দী অবস্থায় টুকরো টুকরো করা তার দেহ উদ্ধার করে পুলিস। পুলিস তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে। এরপর দেহটি পুলিস মর্গে ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ গতকাল রাতে বাদুড়িয়ার রুদ্রপুরের তার বাড়িতে আনা হয়। দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তার মা-বাবা সহ তার আত্মীয় পরিজনরা।
তার পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ওপর এরকম অত্যাচার এমনকি খুনের ঘটনা ঘটছে কেন সে বিষয়েও মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করে তার পরিবার। রাতেই তার দেহ দাফন করা হয়। জানা গিয়েছে, মহারাষ্ট্রের ভাসি থানার পুলিস এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: হিসেব করে ঝুঁকি নেবেন কন্যা, নেগেটিভ মানসিকতা থেকে দূরে থাকুন ধনু…
উল্লেখ্য, হরিয়ানার বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার সাত পরিযায়ী শ্রমিক। এমনকী তাদের গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখানকার পুলিসের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ওঠে। এবিষয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে গুরুগ্রাম (হরিয়ানা)-তে কর্মরত বাংলা ভাষাভাষী মানুষদের গ্রেফতার ও নিপীড়নের ঘটনার রিপোর্ট ক্রমশ বাড়ছে। পশ্চিমবঙ্গ পুলিস হরিয়ানা পুলিসের তরফে “পরিচয় যাচাইয়ের অনুরোধ” নামে এইসব রিপোর্ট পাচ্ছে। এছাড়াও রাজস্থান-সহ অন্যান্য রাজ্য থেকেও আমরা পৃথকভাবে ক্রমাগত রিপোর্ট পাচ্ছি, যেখানে সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাগরিকদের বাংলাদেশে অবৈধভাবে ‘পুশব্যাক’ করা হচ্ছে! আমাদের আধিকারিকরা তাঁদের বৈধ কাগজপত্রের কপি পেয়েছেন।’
‘এইসব রাজ্যে পশ্চিমবঙ্গের অসহায়, গরিব, পরিশ্রমী বাঙালি শ্রমিকদের উপর অকথ্য নিপীড়ন চলছে। আমি হতবাক হয়ে গিয়েছি এই ভয়ানক নির্যাতন দেখে—যা ভারতে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের রাজত্বে বাঙালিদের উপর চালানো হচ্ছে। কী প্রমাণ করতে চান আপনারা? এটা নির্মম এবং অমানবিক। আমরা এটা কোনওভাবেই সহ্য করব না। এই ভাষা সন্ত্রাস বন্ধ করুন। ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?’
প্রসঙ্গত, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাষা আন্দোলন’এর ঘোষণা করেন। আগামী ২৮ জুলাই ভিন রাজ্যের বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, ‘বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস’। সঙ্গে হুঁশিয়ারি, ‘বাংলা এসব মানবে না। এখানে সব মানুষের অধিকার সংরক্ষিত হবে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)