সরছে নিম্নচাপ! ভারী বৃষ্টিতে এখন ভাসবে না বাংলা, তবে মঙ্গল থেকে ফের…| Low-pressure system moving away Heavy rain likely to ease in Bengal but may return from Tuesday


অয়ন ঘোষাল: ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে ১২৭ মিমিলিটার বৃষ্টি। কাঁকুরগাছি ১৮০ মিমি। এয়ারপোর্ট ১৬০ মিমি। কসবা বালিগঞ্জ ১৫০ মিমি। সল্টলেক নিউটাউন ১৭২ মিমি। উল্টোডাঙ্গা ১৫৩ মিমি। লেকটাউন বাগুইআটি ১৩৫ মিমি। মানিকতলা ১৪১ মিমি। দমদম বিরাটি ১১৭ মিমি। এই বর্ষার মরশুমে জবরদস্ত বৃষ্টি পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। 

আরও পড়ুন:Breaking News LIVE Update: সামান্য জ্বর কেড়ে নিল প্রাণ! ঘুমের মধ্যেই চলে গেল একরত্তি…

নিম্নচাপের গতিবিধি:

গভীর নিম্নচাপ ক্রমশঃ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে পশ্চিমের জেলার দিকে সরছে। এই কপি লেখার সময় এটির গতিবেগ ঘণ্টায় ১৫ কিলোমিটার। এটি পুরুলিয়া থেকে ২০ কিলোমিটার, জামশেদপুর থেকে ৩৫ কিলোমিটার, রাঁচি থেকে ১১২ কিলোমিটার এবং ছত্তীশগঢ়ের যশপুরনগর থেকে ১৮৯ কিলোমিটার দূরে আছে (এই কপি লেখার সময়)। এটি আজ সন্ধ্যে মধ্যে পশ্চিমাঞ্চলের জেলা হয়ে ঝাড়খন্ডের ওপর দিয়ে গিয়ে ছত্তীশগঢ়ে চলে যাবে। 

মৌসুমী অক্ষরেখা:

অত্যন্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং কলকাতার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের লঘু চাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তল থাকবে মৎস্যজীবীদের ২৯ জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে সম্পূর্ণ রূপে নিষেধ করা হয়েছে। আজ শনিবার ভোরে এক পশলা ভারী বৃষ্টির পর এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা পরিষ্কার। আজ দিনের বাকি সময় থেকে সোমবার সন্ধ্যে পর্যন্ত মোটের ওপর হালকা মাঝারি বৃষ্টি। 

দক্ষিণবঙ্গ:

মঙ্গলবার থেকে আবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। 

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: কাজের জায়গায় ভেবেচিন্তে কথা বলুন সিংহ, লাভ আসতে সময় লাগবে মকরের…

উত্তরবঙ্গ:

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে। আজ শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। কাল রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা:

কলকাতায় আপাতত মঙ্গলবারের আগে আর অতি বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সোমবার পর্যন্ত। গতকালের লাগাম ছাড়া বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি নেমে ৩০.১ ডিগ্রি। একই কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি নেমে ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯২ থেকে ১১০ শতাংশ। আজ সারাদিন আকাশ মেঘলা থাকলেও কালকের মতো অতি বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের যেকোনও সময় আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টার জন্য এক পশলা মাঝারি বা তার বেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আগে পরে আর্দ্র গুমোট অস্বস্তি এবং ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *