ম্যাঞ্চেস্টারে দুরন্ত সেঞ্চুরিতে জবাব অধিনায়কের, ডনের রেকর্ড ছুঁয়ে ইতিহাস শুভমনের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের শেষ দিনে শুভমন গিল (Shubman Gill) জ্বলে উঠলেন। তাঁর অধিনায়কত্ব নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিলেন ঝকঝকে সেঞ্চুরি করে। গিলের শতরান ভারতকে এমন এক ম্যাচে বাঁচিয়ে রাখল, যে ম্যাচে চতুর্থ দিনে কোনও রান ছাড়াই দু’টি উইকেট হারানোর পর, ভারত হেরে গিয়েছিল বলেই মনে করা হয়েছিল। 

জাত চেনালেন শুভমন

০/২-থেকে শুভমন একজন ব্যাটার এবং নেতা হিসেবে জাত চেনালেন। চাপের মধ্যেই শুভমন ডেলিভারি করলেন, যখন সবচেয়ে বেশি তাঁর শতরান প্রয়োজন ছিল। শুভমনের দুরন্ত সেঞ্চুরিই ভারতের বিশাল ঘাটতি কমিয়ে খেলা শেষ দিনে জিইয়ে রাখল। শুভমন ২৩৮ বলে ১০৩ রান করে আউট হলেন। জফ্রা আর্চারের বলে জেমি স্মিথের হাতে ধরা পড়ে যান তিনি। 

আরও পড়ুন: চোটেই শেষ টেস্ট সিরিজ, ভারতে ফিরেই ৫০০০০০০০ টাকার মামলায় ফাঁসলেন! বিপাকে তারকা অলরাউন্ডার…

ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন

নকেরিয়ারের নবম টেস্ট শতরানের সঙ্গেই ইতিহাস লিখলেন শুভমন। শুভমন চলতি সিরিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক নজির গড়লেন। সুনীল গাভাসকর (১৯৭১, ১৯৭৮) এবং বিরাট কোহলির (২০১৪-১৫) পর তৃতীয় ভারতীয় হিসেবে এক টেস্ট সিরিজে এই রেকর্ড করলেন। এখানেই শেষ নয়, শুভমন ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসাবে টেস্ট সিরিজে সর্বাধিক সেঞ্চুরিকারী হিসেবে স্যর ডন ব্র্যাডম্যানের সঙ্গে এক আসনেই বসলেন। ব্র্যাডম্যান ১৯৩৮ সালের অ্যাশেজে চারটি সেঞ্চুরি করেছিলেন। 

আরও পড়ুন: ক্রাচ থেকে সামারসল্ট! ভাঙা হাড়েও ব্যাটিং! কোন ধাতুতে গড়া মৃত্যুঞ্জয়ী ঋষভ পন্থ?

বিদেশে ৭০০

এর আগে শুভমন আরও এক রেকর্ড করেছেন। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে বিদেশের মাটিতে এক সিরিজে ৭০০ রান করেছেন। সুনীল গাভাসকর ও যশস্বী জয়সওয়ালের পর তৃতীয় ভারতীয় হিসেবে এক টেস্ট সিরিজে শুভমন ৭০০ প্লাস রান করলেন। ব্র্যাডম্যান (দু’বার), স্যর গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ এবং গ্রেম স্মিথদেরও রয়েছে এই নজির…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *