ঘুমন্ত অবস্থায় একরত্তিকে বালিশ চাপা দিয়ে খু*ন ‘গুণধর’ বাবার! মা জানত সবই…| Father Smothers Infant to Death in Sleep Mother Knew Everything in bankura


মৃত্যুঞ্জয় দাস: নিজের সন্তানকে খুনের দায় স্বীকার করল বাবা-মা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন, জেরায় স্বীকার দম্পতির।  তিন দিন পর অবশেষে পুলিসি জেরায় নিজের সন্তানকে খুনের দায় স্বীকার করল বাঁকুড়ার দম্পতি। ঘুমন্ত অবস্থায় শিশুর মুখে বালিশ চাপা দিয়ে তাকে খুন করার কথা জেরায় স্বীকার করেছে ওই দম্পতি। আর তারপরেই দম্পতিকে গ্রেফতার করে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠাচ্ছে পুলিস।

আরও পড়ুন:Child Bites Snake: কলিযুগের ‘কৃষ্ণ বনাম কালিয়া’! দুবছরের গোবিন্দের কামড়ে মরল কোবরা…

নিখোঁজ শিশু:

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহ এবং তাকে ঘিরে দাম্পত্য কলহের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। গত বুধবার রাতে বাঁকুড়া সদর থানার বগা গ্রামে নিজের ঘরের মেঝেতে বিছানা পেতে তিন শিশু সন্তানকে নিয়ে শুয়েছিলেন পেশায় দিনমজুর প্রশান্ত বাউরী ও তাঁর স্ত্রী মুন্নি বাউরী। বৃহস্পতিবার সকালে উঠে তাঁরা দেখেন অন্য দুই সন্তান বিছানায় ঘুমন্ত অবস্থায় থাকলেও নিখোঁজ হয়ে গেছে দেড় বছরের কন্যা সন্তান। বিষয়টি নিয়ে জানাজানি হতেই তড়িঘড়ি তদন্তে নামে পুলিস।

বাড়ির কাছে উদ্ধার শিশুর হাড়গোড়:

বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সন্ধে পর্যন্ত প্রায় আড়াই দিন ধরে গ্রামের প্রায় আড়াই কিলোমিটার ব্যাসার্ধের এলাকা জুড়ে নিখোঁজ শিশুর সন্ধানে লাগাতার চিরুনি তল্লাশি চালায় পুলিস। পুলিসের জেরার মুখে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকায় নিখোঁজ শিশুর বাবা ও মায়ের প্রতি সন্দেহ বাড়তে থাকে পুলিসের। অবশেষে শনিবার দুপুরে পুলিসের জেরার মুখে ভেঙে পড়ে ওই দম্পতি। পরে তাদের বাড়ি থেকে প্রায় ৭০০ মিটার দূরে দম্পতির দেখানো ঝোপঝাড়ে ঢাকা একটি জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিস।

আরও পড়ুন:Haridwar stampede: মন্দিরে থিকথিকে ভিড়! মর্মান্তিক পদপিষ্টে মৃ*ত ৭, গুরুতর আহত একাধিক…

স্ত্রীর পরকীয়ার সন্দেহ:

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান ওই হাড়গোড়গুলি নিখোঁজ শিশুটিরই। ঘটনার কারণ জানতে দফায় দফায় ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। সূত্রের খবর জেরায় পুলিস জানতে পেরেছে স্ত্রী মুন্নি বাউরীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরেই এমন সন্দেহ ছিল স্বামী প্রশান্ত বাউরীর। সেই সন্দেহের জেরে দুজনের মধ্যে কলহ লেগেই ছিল। তার জেরে স্ত্রীর সঙ্গে প্রায় ৪ বছর ধরে শারিরীক সম্পর্ক ছিলনা স্বামী প্রশান্ত বাউরীর। বছর আড়াই আগে মুন্নির গর্ভে সন্তান এলে সন্দেহ আরও তীব্র হয়। স্বামী প্রশান্ত স্ত্রীর গর্ভপাত করানোর চেষ্টা করেও বিফল হয়।

শিশু খুনের পরিকল্পনা:

পরবর্তীতে ওই সন্তান প্রসব হলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ফাঁদতে শুরু করে। বুধবার রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে মদ্যপ অবস্থায় দেড় বছরের কন্যা শিশুর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এইসময় স্ত্রী জেগে যায়। এরপর ভোরের দিকে সন্তানের মৃতদেহ নিয়ে প্রশান্ত বাড়ি থেকে প্রায় ৭০০ মিটার দূরে একটি পুকুরের পাড়ে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেয়। পরে প্রশান্ত বাড়ি ফিরে এলে শিশু নিখোঁজের গল্প ফেঁদে বসে। স্বামীকে বাঁচাতে সেই গল্পেই সায় দেয় স্ত্রী মুন্নি। পুলিস জানিয়েছে ধৃত দম্পতিকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার রিকনস্ট্রাকশান করা হবে। একই সঙ্গে সন্তানকে খুনের পিছনে আসল কারন কী তা জানার চেষ্টা করা হবে। সন্তানকে খুনে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার কথা জানা নেই বলে দাবি করেছেন ওই দম্পতির পরিজনেরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *