পহেলগাঁওয়ের পরেও ভারত-পাক! এশিয়া কাপে চর্চায় ক্রিকেট থেকে সন্ত্রাস, আর দাদা বলছেন…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল, জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে একজন বাদে সকলেই ছিলেন পর্যটক। পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে পেয়েছে পাকিস্তান। দেশের সশস্ত্রবাহিনী পাকিস্তানে দুরন্ত প্রত্যাঘাত করেছিল। চলেছিল সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। ১০০-র উপর সন্ত্রাসবাদীকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। 

এশিয়া কাপ

পাকিস্তানকে শায়েস্তা করতে ভারত একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। আটারি চেকপোস্ট বন্ধ এবং পাকিস্তানিদের ভিসা বাতিল যেমন রয়েছে, তেমনই আছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা। আর এই আবহে ভারত-পাকিস্তান আসন্ন এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে (India-Pakistan Asia Cup Match)! অন্তত এমনটাই বলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council, ACC)।  

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে দুরন্ত সেঞ্চুরিতে জবাব অধিনায়কের, ডনের রেকর্ড ছুঁয়ে ইতিহাস শুভমনের…

ভারত-পাকিস্তান

এশিয়া কাপের যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর রাখা হয়েছে ইন্দো-পাক মহারণ। ঘটনাচক্র দুই দেশ যদি সুপার ফোরে কোয়ালিফাই করে, তাহলে ২১ সেপ্টেম্বর ফের দেখা হবে তাদের। আর এখানেই শেষ নয়, দুই দল ফাইনালে উঠলে আরও এক দফায় ভারত-পাক মুখোমুখি হবে। অর্থাত্‍ যার মানে একবার নিশ্চিত লড়াই, তিনবার সম্ভাব্য লড়াই…

আরও পড়ুন: চোটেই শেষ টেস্ট সিরিজ, ভারতে ফিরেই ৫০০০০০০০ টাকার মামলায় ফাঁসলেন! বিপাকে তারকা অলরাউন্ডার…

সৌরভ গঙ্গোপাধ্যায়

এশিয়া কাপের সূচি দেখার পরেই নেটপাড়ায় ঝড় উঠেছে। নেটাগরিকরা সাফ বলছেন যে, পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানের উচিত যাবতীয় ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা, সেখানে খেলার প্রশ্নই ওঠে না। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় খেলার পক্ষেই। শনিবার শহরে এক ইভেন্টে সৌরভের কাছে প্রশ্ন করা হয়েছিল এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে তাঁর কী প্রতিক্রিয়া। সৌরভ সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘ খেলাধুলো অবশ্যই চলতে থাকবে। একই সঙ্গে পহেলগাঁও হওয়া উচিত নয়। কিন্তু খেলাধুলো অবশ্যই হবে। সন্ত্রাসবাদ হওয়া উচিত নয়। এটি বন্ধ করা দরকার। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। কিন্তু সেটা অতীত। খেলাধুলা হওয়া দরকার।’

এখন দেখার বিসিসিআই এশিয়া কাপ নিয়ে কী অবস্থান নেয়! 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *