বিউটি পার্লরে গিয়ে হেপাটাইসে আক্রান্ত হলেন এক ২৮ বছরের তরুনি। হ্যাঁ ঠিকই শুনেছেন। ভুরু কামাতে গিয়েই বিপদে পড়লেন তিনি। মুখের পরিচর্যা এখন মোটামুটি সবাই করেন। তা করতে গিয়েই রোগের মুখে পড়লেন। ডা. অদিতিজ ধামিজিয়া জানান ২৮ বছরের সেই তরুণি হাসপাতালে আসেন হেপাটাইসের লক্ষণ নিয়ে। হলুদ চোখ, বমি ভাব এবং ক্লান্তি এই গুলোই ছিল তাঁর প্রাথমিক লক্ষণ। পরীক্ষায় জানা গেছে তাঁর লিভারের অবস্থা ছিল খুবই খারাপ। তবে এর কারণ কোনও মাদক দ্রব্য বা ওষুধ ছিল না। তিনি জানান অনেক পার্লার আছে যা একই সুতো বারংবার ব্যবহার করে। ভুরু কামাতে গিয়ে অনেক সময় কেটে ছড়ে যেতে পারে। এই কাটা দিয়ে জীবানু ঢুকে যাওয়ার সম্ভাবনাও থাকে। তা থেকেই হেপাটাইটিস বি এবং সি ভাইরাস রক্তে প্রবেশ করতে পারে। এই ঘটনাই ঘটে ছিল সেই তরুণির ক্ষেত্রে। ডা.ধামিজিয়া, আরও জানান ব্যবহার করা সুতো দিয়ে এইচআইভি সংক্রামণও ঘটতে পারে।
Source link
