বাসুদেব চট্টোপাধ্যায়: পরীক্ষার ফলাফল খারাপের কারণে দশম শ্রেণির এক ছাত্রীর অপহরণের নাটক। সেই অপহরণের নাটকের পর্দাফাঁস করল সালানপুর থানার পুলিস। মহারাষ্ট্রের নাসিক থেকে ৮ দিনের মাথায় ছাত্রীকে উদ্ধার করে সালানপুর নিয়ে এল পুলিস। প্রসঙ্গত, গত ১৯ জুলাই আসানসোলের সালানপুর থানার বনজেমারী এলাকার এক দশম শ্রেণির ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর ওই ছাত্রীর মোবাইল থেকে পরিবারকে মুক্তিপণের ম্যাসেজ পাঠায়।
আরও পড়ুন, Mamata Banerjee: বাংলার ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরাতে বোলপুরেই বড় পদক্ষেপ মমতার…
এমনকি ছাত্রীর মোবাইল থেকে মুখ বাঁধা অবস্থায় ভিডিয়ো কলও করা হয়েছে। এই ঘটনার পর সালানপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করে। সূত্রের খবর, ওই ছাত্রীর মোবাইল ট্র্যাক করে মহারাষ্ট্রের নাসিক থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। জানা গিয়েছে, হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কারণে দশম শ্রেণির ওই ছাত্রী ভয়ে বাড়ি থেকে পালিয়েছিল। পরিবারের দাবি, বিহারের জামুই যাবে বলে ট্রেনে চেপেছিল, কিন্তু ভুল বসত মুম্বাইয়ের ট্রেনে চেপে গিয়েছিল।
টাকার প্রয়োজন পড়ায় ওই ছাত্রী অপহরণের নাটকও সাজিয়েছিল। তদন্তে নেমে সালানপুর থানার পুলিস নাসিক থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)