আইপিএলে খারাপ পারফরম্যান্স! বড় সিদ্ধান্ত KKR-এর! হেডকোচকেই…KKR Part Ways With Head Coach Chandrakant Pandit


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  হটসিটে এবার কে? কেকেআরের হেড কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আগামী বছর আর ডাগআউটে দেখা যাবে তাঁকে। এমনকী, বোলিং কোচ পদে ভরত অরুণও হয়তো থাকবেন না। তিনি চেন্নাই সুপার কিংসের চলে যাবেন বলে খবর।

আরও পড়ুন:  Mohun Bagan Canteen: ফুটবলে ভারতসেরা, আবার ক্য়ান্টিনও… মোহনবাগানের মুকুটে নয়া পালক…

এক্স হ্যান্ডেল পোস্টে কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসাবে কাজ করতে চান না। অমূল্য অবদানের জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর কোচিংয়ে আমরা ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছি। তিনি একটি শক্তিশালী এবং লড়াকু দল তৈরি করেছিলেন। তাঁর নেতৃত্ব এবং শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল। ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা থাকল’।

 

চুক্তির মেয়াদ ছিল চলতি বছর অর্থাত্‍ ২০২৫ সালের আইপিএল পর্যন্ত। হেডকোচ  চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে নতুন করে চুক্তি করল কেকেআর কর্তৃপক্ষ। ২০২৪ সালে পণ্ডিতের কোচিংয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কিন্ত ২০২৫ সালে আইপিএলে কলকাতার পারফরমেন্স আশানুরূপ হয়নি। কোচ পণ্ডিতকে নিয়েও অসন্তুষ্ট ছিলেন কেকেআর কর্তৃপক্ষের একাংশ।  শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেকেআর।

আরও পড়ুন:  Indian Batters Create History Against England: অবিশ্বাস্য! ৯৩ বছরে এই প্রথম! ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের অকল্পনীয় ইতিহাস…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *