কিরণ মান্না: ছাত্রীনিবাসের বাথরুম থেকে একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর এর কলাইকুন্ডার বাসিন্দা কুনামি টুডু। নবম শ্রেণী থেকেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রামের বীণাপাণি গুরুকুল হোস্টেল ও ট্রাস্টে পড়াশোনা করত।
আরও পড়ুন:Nimisha Priya death sentence: বাতিল নিমিশার ফাঁ*সির সাজা! কেরালার মুফতির বড় দাবি, যদিও…
ক্লাসে প্রথম হত সে। বর্তমানে বীণাপাণি গুরুকুল হোস্টেলে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল মৃত আদিবাসী ছাত্রীটি। ওই আবাসিক স্কুলের ছাত্রীনিবাসের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোরগোল শুরু হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে পাঁশকুড়া থানার পুলিস।
কী কারণে মৃত্যু তা স্পষ্ট না হলেও তার পরিবারের অভিযোগ, ওই আবাসিক স্কুলের সহপাঠীর সঙ্গে গন্ডগোল ছিল কুনামির। সিনিয়ররা টর্চার করত ছাত্রীদের উপর নানান ভাবে, মৃত ছাত্রীর পরিবারের দাবি। অন্যদিকে, গাফিলতির কথা এক প্রকার স্বীকার করে নেয় স্কুল কর্তৃপক্ষ। মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত চায় এমনটাই দাবি মৃত ছাত্রটির পরিবারের। যদিও পাঁশকুড়া থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষে।
প্রসঙ্গত, কিছুদিন আগে স্কুলের করিডরে স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছিল ষোলোর কিশোরী। এমনকী হাতে একটি চাবি ঘোরাতে ঘোরাতে যাচ্ছিল। কিন্তু আচমকাই যে সে এমন চরম পদক্ষেপ নিয়ে ফেলবে কেউ ভাবতেও পারেনি। স্কুলের সিসিটিভি ধরা পড়ল সেই হাড়হিম মুহূর্ত। ওই ভিডিয়ো দেখলে রীতিমত আঁতকে উঠবে সকলে।
সেখানে দেখা যায়, আমদাবাদের সোম ললতি স্কুলে দশম শ্রেণির ছাত্রীর চরম পদক্ষেপ নেয়। টিফিন টাইমে স্কুলের হাঁটতে হাঁটতে আচমকাই চারতলা থেকে ঝাঁপ দিয়ে দেয় সে। সঙ্গে সঙ্গে ছুটে আসে সকলে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু বাঁচানো যায়নি। ওই দিন রাতে সে মারা যায় বলে জানা গিয়েছে। ঘটনার দিন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
