জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস মানবিক উদ্যোগ। খোলা আকাশ নিচে যাঁরা থাকেন, তাঁদের ত্রিপল ও রেনকোট দিল কে এম ডি এ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। সঙ্গে দুপুরের খাওয়াদাওয়ার ব্যবস্থা।
আরও পড়ুন: Dev in Ghatal: বানভাসি ঘাটালের পাশে দেব, বুধেই প্রশাসনিক বৈঠকে সাংসদ..
তিনি বিদ্যাসাগর, আবার দয়ারও সাগর। ইশ্বরচন্দ্রে প্রয়াণ দিবসেই কে.এম.ডি.এ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৬ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হল সল্টলেকে সিটি সেন্টারের কাছে। উদ্যোগে পতাকা উত্তোলন, সম্মানীয় ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন, বৃক্ষরোপণ, রক্তদান,স্বাস্থ্যশিবির মতো একাধিক কর্মসূচি যেমন ছিল, তেমনি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল হাজার তিনেক দুঃস্থ মানুষের জন্য়ও।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস, ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ, বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ তুলসী সিনহা রায়, ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডল, দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর পৌর প্রতিনিধি মিলন সরকার। সংগঠনের সম্পাদক অভিজিৎ মিশ্র বলেন, ‘প্রতি বছর এটা আমাদের কাছে একটা মনের টান। বৃষ্টির দিনে একটি ছাতা ওদের জীবন বাঁচাতে পারে। আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)