ব্রয়লার চিকেনের গাড়ি বন্ধ করে দেবেন মুরগি ব্যবসায়ীরা? কেন? কী হবে, তা হলে?। chicken supply disruption Broiler Chicken Supply of jhargram in many problems


সৌরভ চৌধুরী: এবার কি আর চিকেন (chicken) মিলবে না বাজারে? অনির্দিষ্টকালের জন্য বাজারে অমিল হবে মুরগির মাংস? কেন? আসলে ব্রয়লার মুরগির গাড়ি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ব্রয়লার মুরগির (Broiler chickens) ব্যবসায়ীরা। এ ছবি ঝাড়গ্রামে (Jhargram)।

আরও পড়ুন: Bengal Weather Update: ৫ বছরে রেকর্ডবৃষ্টি জুলাইয়ে! এখনই ৫৯৩.৬ মিমি, স্বাভাবিকের ৬৪ শতাংশ বেশি! উফ্! এবার সব ভেসে যাবে যে…

ব্রয়লারে বাধা

এবার ব্রয়লার মুরগির গাড়ি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ব্রয়লার ব্যাবসায়ীদের। কেন? কেন আচমকা তাঁরা এই হুঁশিয়ারি দিলেন? তাঁদের অভিযোগ, ব্রয়লার মুরগির গাড়িকে মোটা অঙ্কের জরিমানা করছে পরিবহ দফতর। তাই রাজ্যের বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি ব্যবসায়ীরা ঝাড়গ্রাম জেলার পরিবহণ দফতরের আধিকারিকের সঙ্গে দেখা করেন।

কী ঘটছে?

ঝাড়গ্রাম জেলা থেকে ব্রয়লার মুরগি-বোঝাই গাড়ি নিয়মিত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় যায়। ব্যবসায়ীদের অভিযোগ, এই গাড়ি নিয়ে যাওয়ার সময়ে ঝাড়গ্রাম জেলার পরিবহণ দফতর তাঁদের মোটা অঙ্কের জরিমানা করছে! আর বারে বারে এই মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। এমনকি বিভিন্ন সময়ে তাঁদের হয়রানির স্বীকারও হতে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

আরও পড়ুন: First Atomic Explosion: ভোরে অন্ধকারে মাটি থেকে উঠে এল ১০০ সূর্যের মতো উজ্জ্বল আগুনের বিশাল গোলা, প্রবল ঝাঁকুনি, বীভৎস শব্দ…

হুগলি জেলার ব্রয়লার মুরগি ব্যবসায়ী শেক মইনুর আলম বলেন, ‘আজ ঝাড়গ্রাম আরটিও অফিসারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের গাড়ি ঝাড়গ্রামে লোড করতে এলে অন্যায় ভাবে কেস দেওয়া হচ্ছে। এমনকি সেই টাকা তৎক্ষণাৎ দেওয়ার দাবিও করা হচ্ছে। তা না হলে গাড়ি আটকে রাখা হচ্ছে। যার ফলে গাড়িতে থাকা ব্রয়লার মুরগিগুলো সব মারা যাচ্ছে। আর আমাদের প্রচুর ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’ 

মুরগি সাপ্লাই কি বন্ধ হয়ে যাবে?

হ্যাঁ, ঘটনা প্রায় তাই। কেননা ওই ব্রয়লার মুরগি ব্যবসায়ী শেক মইনুর আলমই তাঁর বক্তব্যে এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। কী বলেছেন তিনি? তিনি বলেছেন, ‘আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আগামীদিনে আমরা গাড়ি বন্ধ করে বৃহত্তর আন্দোলন করব।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *