ভয়ানক! আক্রান্ত শতাধিক! বমি ও পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি অসংখ্য গ্রামবাসী…কী হল?। Deadly Cholera in purulia more than 100 people affected local administration stand besides villagers


মনোরঞ্জন মিশ্র: গ্রামে কলেরায় (Cholera) আক্রান্ত শতাধিক। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনার জেরে গ্রামে বসানো হয়েছে স্বাস্থ্য দফতরের অস্থায়ী ক্যাম্প। ট্যাংকারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জলও (Drinking Water) সরবরাহ করা হচ্ছে গ্রাম জুড়ে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গ্রামে পৌঁছলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক, পুরুলিয়া (Purulia) জেলা পরিষদ সভাধিপতি এবং বলরামপুর ব্লক প্রসাশনের আধিকারিকেরা।

আরও পড়ুন: Deadly Cloudburst and Flash Flood: ভয়াবহ! ভয়ংকর মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক প্রাণঘাতী বন্যা! ধুয়ে গেল সমস্ত এলাকা, ভেসে গেল…

পেটে যন্ত্রণা ও বমি

গত ১১ জুলাই বেশ কয়েকজন রোগী পেটে যন্ত্রণা ও বমি-সহ একাধিক উপসর্গ নিয়ে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁদের বেশ কিছু টেস্ট করা হয়। শরীরের নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় বাঁকুড়ায়। সেখানেই ধরা পড়ে, ওই রোগীরা সকলে কলেরায় আক্রান্ত। এর পরেই এক-এক করে গ্রাম জুড়ে বাড়তে থাকে রোগীর সংখ্যা। গ্রামের প্রায় চারশোর মধ্যে এই মুহূর্তে শতাধিক মানুষ কলেরায় আক্রান্ত। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জরুরি পরামর্শ

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কী কী পরামর্শ? পানীয় জল ফুটিয়ে খাওয়া, কোনও রকম কলেরা সংক্রমণ দেখা দিলে ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: First Atomic Explosion: ভোরে অন্ধকারে মাটি থেকে উঠে এল ১০০ সূর্যের মতো উজ্জ্বল আগুনের বিশাল গোলা, প্রবল ঝাঁকুনি, বীভৎস শব্দ…

পাশে প্রশাসন

পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, গ্রামে কলেরা আক্রান্তের রিপোর্ট সামনে আসতেই গ্রাম পরিদর্শন করা হয়েছে। পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে । সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *