ভিজে আবহাওয়ায় দাপট বাড়ছে ডেঙ্গির, রাজ্যের ৬ জেলায় আক্রান্ত প্রায় …| At least 3000 people affected by Dengue in 6 districts in West Bengal


অয়ন শর্মা: বর্ষার মরশুমে দাপট দেখিয়ে বাড়ছে মশা বাহিত রোগে আক্রান্তের সংখ্যা। আবহাওয়ার তারতম্যের কারণে ব্যাকটেরিয়া ও ভাইরাসের জ্বর ও সর্দি কাশির প্রকোপ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি । বিগত ২ মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৩০০০ হাজারের দোরগোড়ায়। গত ২২ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৫০০ ছিল। চলতি মাসের শেষের দিকে সেই সংখ্যা বেড়ে হল ২৭৬১।

রাজ্য স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ, কলকাতা-সহ রাজ্যের ৬ টি জেলায় আক্রান্ত এর সংখ্যা রীতিমত দাপট দেখাচ্ছে।

আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মুর্শিদাবাদ। তারপরেই নাম রয়েছে উত্তর ২৪ পরগনার। পিছিয়ে নেই কলকাতাও। সেখানেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন-কেউ ক্যাশিয়ার, তো কেউ রেজিস্ট্রার! প্রাইমারি স্কুলেই খুদেদের ‘স্টুডেন্টস ব্যাংক’…

আরও পড়ুন-অপারেশন মহাদেবে খতম পহেলগাঁও হামলায় জড়িত ৩ লস্কর জঙ্গি, এরা সবাই পাকিস্তানি: শাহ

এবার দেখে নেওয়া যাক, আক্রান্তের সংখ্যার নিরিখে কোন জেলায় কতজন ডেঙ্গিতে আক্রান্ত ….

১.মুর্শিদাবাদ – ৪৬৯
 
২.উত্তর ২৪ পরগনা – ৪৩৭

৩.হুগলি -২৮৮

৪.হাওড়া -২৬১

৫.মালদা -২৫৯

৬.কলকাতা -১৯৯
 
৭.বাঁকুড়া -১৮০

৮.দক্ষিণ ২৪ পরগনা -১৩৮

৯.নদিয়া -১১২

১০.পূর্ব বর্ধমান -১০৬

১১.পশ্চিম বর্ধমান – ৯৬
 
১২.পশ্চিম মেদিনীপুর – ৬২

১৩.ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা -৫১

১৪.পূর্ব মেদিনীপুর – ৫১

১৫.ঝাড়গ্রাম -৪২

১৬.নন্দীগ্রাম -১০

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *