শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: হাইকোর্টের হস্তক্ষেপেই শেষপর্যন্ত কাটল জটিলতা। আগামী সপ্তাহেই জয়েন্টে ফলপ্রকাশের সম্ভাবনা। উচ্চশিক্ষা দফতরের আইনি পরামর্শেই ফলপ্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করতে ফেলেছে বোর্ড। তবে ফলপ্রকাশের আগে বর্তমান সংরক্ষণ তালিকা অনুযায়ী নিজেদের ক্যাটেগরি লেখার সুযোগ দেওয়া হবে পরীক্ষার্থীদের। সূত্রের খবর তেমনই।
সাম্প্রতিক কালে এত দেরি হয়নি কখনও। এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ২ মাসেরও বেশি সময় অতিক্রান্ত। রেজাল্ট কবে বেরোবে? কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছেন কয়েকজন অভিভাবক। গতকাল, মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে। স্রেফ ৭ দিনের মধ্যে ফলপ্রকাশের নির্দেশই নয়, রাজ্য ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলপ্রকাশে দেরির কারণ জানিয়ে রিপোর্টও তলব করেছে আদালত।
এদিকে জয়েন্টের ফলপ্রকাশে দেরি নিয়ে মুখ খুলেছিলেন জয়েন্ট এন্টান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্য়ায়। তিনি বসেছিলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম ৫ জুন ফল প্রকাশ করব। কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত মামলার বিষয়টি চলে আসে। আমাদের দায়িত্ব পরীক্ষা নেওয়া। কিন্তু আমরা কোন সংরক্ষণের সূত্র মানব সেটা ঠিক করা নেই। আমরা ফল প্রকাশ করতে প্রস্তুত। যেরকম নির্দেশ পাব সেই মতো কাজ করব’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)