ছেলেকে স্কুলে নামিয়ে চায়ের ভাঁড়ে তৃপ্তির চুমুক বাবার! তারপর দু’বার কেঁপে লুটিয়ে পড়লেন…| After Dropping Son at School Father Took a Satisfying Sip of Tea Then Collapsed


প্রদ্যুত্‍ দাস: সন্তানকে স্কুলে দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অবিভাবক। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়। মৃতের নাম পীযূষ অধিকারী। বাড়ি জলপাইগুড়ি রাখাল দেবী এলাকায়। সাত সকালে ঘটনায় জলপাইগুড়িতে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন:Watch Uluberia Shocker: বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করা হয় বিধবা মহিলাকে! তারপর একঘণ্টা ধরে চলে নির্যাতন, সারা শরীরে…

জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজকেও তার সন্তানকে জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে নিয়ে আসে। ক্লাস থ্রি-এর ছেলেকে পৌঁছে স্কুলের পাশে থাকা একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।

উল্লেখ্য, কিছুদিন আগেই মাত্র ২৫ বছরে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে অকালমৃত্যু হয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের। ব্যাডমিন্টন কোর্টে পরের পর শট। নিখুঁত ‘ওভারহেড ডিফেন্সিভ ক্লিয়ারে’র পরই নিখঁত ‘নেট ড্রপে’ প্রতিপক্ষের কোর্টে ফেরান শাটল কক্। তারপরই প্রতিপক্ষের ‘স্ম্যাশ’। এরপরই হেঁটে কোর্টের পিছন দিকে আসেন কক্ তুলতে। মাথা নিচু করে কোর্টের মেঝে থেকে তোলেন শাটল কক্। কিন্তু তারপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি।

আরও পড়ুন:Operation Shivshakti: মহাদেবের পর এবার শিবশক্তি! সেনার জোড়াফলায় ফের খতম ২ জঙ্গি…

মাথা নিচু করে কোর্টের মেঝে থেকে শাটল কক্ তুলে দু-পা হাঁটতে না হাঁটতেই কোর্টের মধ্যেই লুটিয়ে পড়েন বছর ২৫-এর তরতাজা তরুণ। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন সহ খেলোয়াড় সহ কোর্টে উপস্থিত বাকিরা। তাঁকে সিপিআর দিতে শুরু করেন। কিন্তু ২৫ বছরের গুন্ডলা রাকেশের নিথর দেহে তারপর আর কোনও সাড়া মেলেনি। ব্যাডমিন্টন খেলতে খেলতে কোর্টেই হার্ট অ্যাটাকে প্রাণ হারান ২৫ বছরের গুন্ডলা রাকেশ। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাক-ই ২৫ বছরের তরুণের মৃত্যুর কারণ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *