বদলে গেল নিয়ম! ভোটের সচিত্র পরিচয়পত্র এবার… বড় আপডেট…. EPIC will be delivered within 15 days to Voters in West Bengal


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: অপেক্ষা দিন শেষ। তৈরি হওয়ার পর, মাত্র ১৫ দিনেই মিলবে ভোটার আইডি কার্ড! মুখ্য নির্বাচনী আধিকারিকে দফতর নয়, ছাপা খানা থেকে এবার ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে জিপিও-তে। এরপর পশ্চিমবঙ্গে যে প্রান্তেই হোক না, ১৫ দিনের মধ্যে সচিত্র পরিচয়পত্র পেয়ে যাবেন আবেদনকারীরা।

আরও পড়ুন:  WBJEE Result: কাটল জটিলতা! জয়েন্টের রেজাল্ট কবে? এল বড় আপডেট…

পোশাকি না, is Electors Photo Identity Card বা EPIC। শুধু লিস্টে নাম থাকলেই হয় না, ভোট দিতে গেলে সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক। কিন্তু আগে এই আইডি কার্ড পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হত ভোটারদের। নিয়ম ছিল,  তৈরি হওয়ার পর ভোটারদের সচিত্র পরিচয়পত্র প্রথমে তা রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠাতে হবে। এরপর সেখান থেকে পোস্ট অফিস মারফত্‍ ভোটারদের কাছে। ফলে  সময় লাগত অনেক বেশি। আবার ভোটারে সচিত্র পরিচয় সঠিক জায়গায় পৌঁছত না বলেও অভিযোগ।

এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটারদের বাড়িতে সচিত্র পরিচয়পত্র পৌঁছে দেওয়ার পদ্ধতি বদলের নির্দেশ দিয়েছিলেন  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, আজ, বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে দফতরে বৈঠক হয়। বৈঠকে ডাক ও তার বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন:  Kavi Subhash Metro Station Closed: বসে যাচ্ছে স্টেশন! ভেঙে ফেলা হবে কবি সুভাষ, দুর্ভোগ এখনই মেটার সম্ভাবনা নেই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *