সেলিম রেজা, ঢাকা: ২০২৮ সালে অনুষ্ঠিত হতে চলেছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স (LA Olympics 2028)। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশে ১৪-৩০ জুলাই চলবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ (Greatest Show On Earth)। খাতায়-কলমে মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টে শুরু হতে এখনও বছর তিনেক বাকি। তবে উত্তেজনার আঁচ কিন্তু একটু একটু করে বেড়েই চলেছে।
অলিম্পিক্সে ৩১টি খেলা এবং ৩৫১টি পদক ইভেন্ট
এবার অলিম্পিক্সে থাকবে মোট ৩১টি খেলা এবং ৩৫১টি পদক ইভেন্ট। ফ্ল্যাগ ফুটবল, বেসবল/সফটবল, ল্যাক্রোস এবং স্কোয়াশের মতো যেমন নতুন খেলা যুক্ত হচ্ছে। তেমনই ফিরছে ক্রিকেট। বিশ্ব জুড়ে ব্যাপক আবেদন এবং যুব সম্পৃক্ততার কারণেই এই ৫ স্পোর্টস নির্বাচিত হয়েছে। গত এপ্রিলেই এই খবর নিশ্চিত করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওরফে আইওসি।
শতবর্ষ পর ফিরছে ক্রিকেট
এবার অলিম্পিক্সে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ক্রিকেট। কারণ ১০০ বছরেরও বেশি সময় পরে ক্রিকেটের প্রত্যাবর্তন অলিম্পিক্সে। শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ১৯০০ সালে। দু’দিনের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। এই দুই দলই সেবার অংশ নিয়েছিল। অলিম্পিক্সে ক্রিকেটের ইতিহাস ঠিক এতটাই সংক্ষিপ্ত।
আরও পড়ুন: সানিয়ার আইবুড়োভাত! টলি স্টারের সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার পাতে ১৫ পদের বাঙালি থালি
অলিম্পিক্সে ছ’টি দল
১২৮ বছর অলিম্পিক্সে ফিরল ক্রিকেট। ২০২৮ অলিম্পিক্সে পুরুষ ও মহিলা বিভাগ থেকে ছ’টি করে দল অংশ নেবে। হবে ১৫ জনের স্কোয়াড। মোট ১৮০ জন (৯০+৯০) ক্রিকেটার টি-টোয়েন্টি ফরম্যাটে দেশকে সোনা জেতানোর লড়াইয়ে নামবে। তবে ৬ দল ঠিক কীভাবে বাছাই করা হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে আলোচনা উঠেছে বিভিন্ন মহাদেশ থেকে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে প্রতিযোগী দলগুলো। এমনটা ঘটলে কপাল পুড়তে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মতো বেশ কয়েকটি দেশের।
আঞ্চলিক বাছাই পদ্ধতি
অলিম্পিক্স কমিটির পছন্দ অনুসারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আঞ্চলিক বাছাই পদ্ধতিতে হাঁটবে। ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমসে ছেলেদের ক্রিকেটে নিশ্চিত ভাবেই অংশগ্রহণ করবে ইংল্যান্ড। একই সিদ্ধান্তে বাদ পড়তে পারে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দেশগুলি। কারণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া সরাসরি জায়গা পাবে।
আরও পড়ুন: অবিশ্বাস্য! ৯৩ বছরে এই প্রথম! ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের অকল্পনীয় ইতিহাস…
অলিম্পিক কমিটির লক্ষ্য
আঞ্চলিক বাছাইকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে যেন ক্রিকেট ইভেন্টটি সত্যিকার অর্থেই বৈশ্বিক প্রতিনিধিত্ব পায়। অলিম্পিকে যেহেতু স্রেফ ৬ দলের (নারী-পুরুষ আলাদা) টি-টোয়েন্টি প্রতিযোগিতা রাখা হয়েছে, তাই বাছাই প্রক্রিয়াটি নিয়ে শুরু থেকেই জটিলতা ছিল। যেখানে আয়েজক হিসেবে আমেরিকা সরাসরি জায়গা পেতে পারে। অথচ ১২৮ বছর পর অলিম্পিক্সে ফেরার সুযোগ হারাতে পারে আইসিসির বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ।
আইসিসি-র এজিএম
চলতি মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অলিম্পিক্সের জন্য আঞ্চলিক বাছাই পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী– এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকার সর্বোচ্চ র্যাঙ্কপ্রাপ্ত দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে, সঙ্গে আয়োজক আমেরিকা প্রতিনিধিত্ব করবে আমেরিকান অঞ্চলের হয়ে। ফলে প্রতিযোগিতায় অংশ নিতে চাওয়া ক্যারিবীয় দ্বীপগুলোর জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। আইসিসির র্যাঙ্কিং অনুসারে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সরাসরি জায়গা পাবে, সঙ্গে আমেরিকা (র্যাঙ্কিংয়ে ১৭তম)। আরেকটি দলের বাছাই প্রক্রিয়া এখনও নির্ধারিত হয়নি।
আমেরিকা!
যদি আইসিসির ডাকে সাড়া দিয়ে আমেরিকা ক্রিকেট বোর্ডের দায়িত্বরতা পদত্যাগ না করেন ও কর্তৃত্বের সমস্যা সমাধান না হয়, তাহলে কোনও ক্যারিবীয় দেশ আমেরিকার জায়গা নিতে পারে। মহাদেশীয় বাছাইয়ের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিক ভাবে জানায়নি আইসিসি। যা নিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ড অসন্তুষ্ট হলেও সেই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ, তবে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ওশেনিয়া থেকে বাছাইয়ে উত্তীর্ণ হলে তারা বাদ পড়বে। ভারতের অবস্থান শীর্ষে, এশিয়ান বাকি দলের মধ্যে সাতে শ্রীলঙ্কা, পাকিস্তান আট, আফগানিস্তান নয় ও বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে।
আইসিসি-আইওসি
এদিকে, অলিম্পিক্সে ক্রিকেটীয় দেশগুলোর বাছাই নিয়ে জানতে গার্ডিয়ান যোগাযোগ করেছিল আইসিসির সঙ্গে। তবে বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থাটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এ ছাড়া নারীদের অলিম্পিক্স ক্রিকেট টুর্নামেন্টের বাছাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বারা নির্ধারিত হবে। অলিম্পিক্স কমিটি জানিয়েছে যে সূচিতে বেশির ভাগই ডাবল হেডার (এক দিনে দুই ম্যাচ) রাখা হয়েছে। মেয়েদের পদকের ম্যাচ রাখা হয়েছে ২০ জুলাই। ছেলেদের পদকের ম্যাচ রাখা হয়েছে তার ন’দিন পর, অর্থাত্ ২৯ জুলাই।
আরও পড়ুন: ওভালে ফয়সালা! ডু-অর-ডাই ম্যাচে বুমরা আদৌ খেলবেন? চলে এল মেডিক্যাল টিমের বিরাট আপডেট
ক্রিকেট শুরু আগেই
১৪ জুলাই থেকে অলিম্পিক্স শুরু, কিন্তু ক্রিকেট শুরু হয়ে যাবে ১২ জুলাই থেকে। চলবে ২৯ জুলাই পর্যন্ত। ক্রিকেটের সঙ্গে আরও বেশ কিছু ইভেন্ট অলিম্পিক্স শুরুর দু’দিন আগে শুরু হয়ে যাবে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমেনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)