Honeymoon in Shillong: শিলং হানিমুনে রাজার হাড়হিম হত্যা এবার সিলভার স্ক্রিনে! ছবির গল্পে ‘সাসপেন্স’! থাকবে শুধুই…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম মেঘালয় হানিমুন হত্যা এবার রুপোলি পর্দায় (Meghalaya honeymoon murder)। মেঘালয়ে হানিমুনে গিয়ে বিয়ের ১১ দিনের মাথায় খুন হন রাজা রঘুবংশী। সেই রাজা রঘুবংশীকে খুনের ঘটনা নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা (Film on Raja Raghuvanshi murder)। নাম, হানিমুন ইন শিলং (Honeymoon in Shillong)। মঙ্গলবার সিনেমার পোস্টার উন্মোচন করেছেন রাজা রঘুবংশীর ভাই। পরিবার জানিয়েছে, সঠিক তথ্যপ্রমাণের উপর ভিত্তি করে সিনেমায় যেন শুধুমাত্র সত্যি ঘটনা-ই তুলে ধরা হয়

রাজা রঘুবংশী হত্যা মামলা

বিয়ের পর মেঘালয়ের শিলংয়ের সোহরায় হানিমুনে গিয়েছিলেন ইন্দোরের নবদম্পতি। সেখানে গিয়ে প্রেমিক রাজ কুশওয়াহার সাহায্য়ে সুপারি কিলার দিয়ে স্বামী রাজাকে নৃশংসভাবে হত্যা করেন নববধূ সোনম (Raja Raghuvanshi murder)। খুনের পর রাজার দেহ ফেলে দেওয়া হয় পাহাড়ের খাদে। দিন দশেকেরও বেশি নিখোঁজ থাকার পর অবশেষে পাহাড়ের খাদে উদ্ধার হয় রাজার দেহ। ওদিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয় নববধূ সোনমকে (Sonam Raghuvanshi)

হানিমুনে গিয়ে নিখোঁজ নবদম্পতি

মেঘালয়ে হানিমুনে গিয়ে নবদম্পতি নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল (Meghalaya missing couple in honeymoon)। প্রথমে সোনম সন্দেহের তালিকায় না থাকলেও, তদন্ত যত এগোয়, ততই পুলিসের হাতে আসে একের পর এক বিস্ফোরক সূত্র। যা ধরিয়ে দেয় খুনি সোনমকেহাড়হিম এই হত্যালীলায় শিউরে ওঠে সারা দেশবাসী। সেই নৃশংস খুনের ঘটনা-ই এবার উঠে আসতে চলেছে সিলভার স্ক্রিনে

হানিমুন ইন শিলং’

রাজার ভাই বিপিন রঘুবংশী জানিয়েছেন, হানিমুন ইন শিলং’ (Honeymoon in Shillong) এই ছবির মূল লক্ষ্য রাজার মৃত্যুর ঘটনায় বিভিন্ন ঘটনাক্রমগুলিকে তুলে ধরা। তিনি জানান, ছবিটি প্রযোজনা করবে বর্ষা টিভি এবং ফিল্ম প্রোডাকশন। আর ছবির পরিচালনা করবেন এসপি নিম্বাওয়াতকাস্টিং পরিচালনা করবেন আকাশ শর্মা। রাজা রঘুবংশীর পরিবারের দাবি, ছবিটির চিত্রনাট্য রাজার শেষ দিনগুলোর ভয়াবহতাবিশ্বাসঘাতকতাকে সবার সামনে তুলে ধরবে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি শুধু সত্য কথা-ই বলবে। আমরা কেবল সত্যিটা দেখাতে চাই।”

আরও পড়ুন, Russia Earthquake Tsunami Hits: দুলে উঠল মাটি, ৮.৮ মাত্রার ভয়ংকর শক্তিশালী কম্পন! ২ দেশে আছড়ে পড়ল সুনামির রাক্ষুসে ঢেউ, জলের তলায় চলে গেল…

আরও পড়ুন, Exploding Lake: রাতের অন্ধকারে হ্রদে অদ্ভূত গর্জন! বেরিয়ে এল ‘নিঃশব্দ’ ঘাতক, ধ্বংস গ্রাম, ফেনা সরতেই ১৭০০ লা*শ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *