প্রতারকদের অস্ত্র পহেলগাঁও জঙ্গি হামলা! ব্যবসায়ীকে ‘ডিজিটাল অ্যারেস্ট’…১৫ লক্ষ টাকা..Businessman cheated on the name of Pahalgam Terror Attack in Jalpaiguri


প্রদ্যুত্‍ দাস: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নাম করেও প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট! ১২ লক্ষ টাকা খুঁইয়ে পুলিসের দ্বারস্থ হয়েছিলেন জলপাইগুড়ির এক ব্যবসায়ী। অবশেষে টাকা ফেরত পেলেন তিনি।

আরও পড়ুন: Amartya Sen: বাঙালিদের উপর অত্যাচার ইস্যুতে সরব অমর্ত্য সেন! কড়া কথায় বললেন…

পুলিস সূত্রে খবর, ওই ব্যবসায়ীর নাম ঝন্টু বোস। জলপাইগুড়ি শহরের  সেন পাড়ার বাসিন্দা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় তখন তোলপাড় গোটা দেশ। অভিযোগ, মে মাসে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নামে একটি ফোন আসে ঝন্টুর কাছে। বলা হয়, পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে নাকি তাঁর যোগসূত্র পাওয়া দিয়েছে! ওই ব্যবসায়ীর মোবাইল সিমকার্ডটি ব্যবহার করা হয়েছে। ওই ফোন পাওয়ার পর স্বাভাবিকভাবেই খাবড়ে যান ঝণ্টু।

এদিকে প্রতারকরা ওই ব্যবসায়ীকে জানান, তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। এরপর আবার মামলা থেকে বাঁচতে ১৫ লক্ষ টাকা ‘ঘুষ’ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। সেই টাকা দিয়ে দেন ঝন্টু। এরপর যখন বুঝতে পারেন প্রতারিত হয়েছে, তখন জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে ওই ব্যবসায়ী। সময় লাগল ৩ মাস। তদন্তে নেমে টাকা উদ্ধার করে দিল পুলিস।

আজ, বৃহস্পতিবার  জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে যাঁদের চাকরিতে পদোন্নতি হয়েছে এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। সেই অনষ্ঠানেই সাইবার প্রতারণা শিকার ব্যবসায়ীকেও টাকা ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন: Rachna Banerjee: শিশুদের জন্য নয়া উদ্যোগ রচনার! ‘খেলা হবে’ স্লোগান দিয়ে জননী আলয় উদ্বোধন সাংসদের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *