প্রসেনজিৎ মালাকার: পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার সমর্থনযোগ্য নয়। ভিন্ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনায় মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের ‘প্রতীচী’ বাড়িতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বলেন, “শুধু বাঙালি নয়, দেশের যে কোনও প্রান্তের মানুষ যদি অন্য কোথাও হেনস্থার শিকার হন, তা কখনওই সমর্থনযোগ্য নয়।” একইসঙ্গে বাংলা ভাষার গুরুত্বও তুলে ধরেন নোবেলজয়ী।
অমর্ত্য সেন কড়া ভাষায় জানান, “বাঙালিদের উপর যদি অত্যাচার হয় বা অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। কিন্তু এটা শুধু বাঙালিদের বিষয় নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ। তাই ভারতের যে কোনও নাগরিক যদি অন্য কোনও রাজ্যে গিয়ে অবহেলিত হন বা নির্যাতিত হন, আমাদের সেই ঘটনাতেও একই আপত্তি থাকবে।” সংবিধানকে উদ্ধৃত করে তিনি বলেন, “ভারতের নাগরিকদের গোটা দেশের উপরই অধিকার রয়েছে। কোনও একটি আঞ্চলিক সীমারেখা বা গন্ডিতে তা আটকে নেই।”
পাশাপাশি এদিন বাংলা ভাষার গুরুত্বও তুলে ধরেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বলেন, “চর্যাপদ দিয়ে যে বাংলা ভাষার জন্ম, তার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামদের মতো মনীষীরা এই ভাষায় আমাদের মূল্যবান সাহিত্য উপহার দিয়েছেন। সেই ভাষার মর্যাদা অস্বীকার করা যায় না।” জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে মানবাধিকার রক্ষা ও ভাষার প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)