তথাগত চক্রবর্তী: কুলতলিতে কিশোরের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য দু’দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কুন্দখালি গ্রামে। মৃত কিশোরের বয়স মাত্র ১৬ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক ফাঁকা বাড়ির ভিতর থেকে তার দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ওই বাড়িতে কেউ থাকত না। বুধবার সকালে এক প্রতিবেশী কিশোরের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার করে উঠলে এলাকাবাসী ছুটে আসে।
আরও পড়ুন, Bengal Weather: দুর্যোগ কাটার লক্ষণ নেই! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
খবর দেওয়া হয় তার পরিবারকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণের এই রহস্যমৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, কিশোরটির কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না।
মৃতের দাদা সুশান্ত দত্ত বলেন, ‘দু’দিন ধরে নিখোঁজ ছিল। তার পরে জানতে পারি গলায় দড়ি দিয়েছে।’ স্থানীয় বাসিন্দা অজিত হালদার বলেন, ‘দু’দিন ধরে কোনও খোঁজ মিলছিল না। তার পরে বুধবার সকালে গ্রামের একটি ফাঁকা বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।’ তাহলে এমন পরিণতি কেন—তা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিস ওই ফাঁকা বাড়িটিও ঘিরে রেখেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
