প্রবীর চক্রবর্তী: লক্ষ্য ছাব্বিশ। ক্যালেন্ডারের পাতা ওলটালেই ছাব্বিশের মহারণ। আর সেই মহাযুদ্ধের আগে এখন রণঘুঁটি সাজাতে ব্যস্ত সবপক্ষ। জয়ের লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে তৃণমূলও। ছাব্বিশের ভোটে (West Bengal Assembly Election 2026) উত্তরবঙ্গে বিশেষ নজর তৃণমূলের (TMC)। আর সেই উত্তরবঙ্গ বিজয়ের লক্ষ্যে রণকৌশল সাজাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচনী প্রস্তুতিতে জেলা ধরে ধরে সাংগঠনিক বৈঠক শুরু করবে তৃণমূল। আগামী সোমবার থেকেই সেই বৈঠক শুরু করছেন অভিষেক বন্দোপাধ্যায়।
অভিষেকের উত্তর-নীতি!
সোমবার বৈঠক আলিপুরদুয়ার ও কোচবিহার নিয়ে। বুধবার বৈঠক মালদা ও জলপাইগুড়ি নিয়ে। বৃহস্পতিবার বৈঠক দক্ষিণ দিনাজপুর নিয়ে। ১১ আগস্ট বৈঠক হবে উত্তর দিনাজপুর জেলা নিয়ে। বৈঠকে থাকবেন জেলা সভাপতি, চেয়ারম্যান, যুব সভাপতি, সকল বিধায়ক ও সাংসদরা। ছাব্বিশ বিজয়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে উত্তরের জেলা নিয়ে মুখোমুখি বৈঠকে বসবেন অভিষেক। এর পাশাপাশি, রাজ্যের সমস্ত প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকেও বসবেন অভিষেক। সেটা হচ্ছে ৫ অগাস্ট।
খেলা ঘোরানো ‘২৪!
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোট ও ২০২১ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ যেন বিজেপির ঘাঁটি হয়ে উঠেছিল। তবে ২০২৪-এর লোকসভা ভোটে সেই হাওয়া ঘোরে। ২০২৪ লোকসভা ভোটে উত্তরবঙ্গে আর ঘর বাঁচাতে পারেনি বিজেপি। ২০১৯ লোকসভা ভোটের ফলাফলের নিরিখে উত্তরবঙ্গের ৮টি লোকসভা আসনের মধ্যে ৭টিই যায় বিজেপির দখলে। ২০২১ বিধানসভা ভোটে উত্তরবঙ্গে হারানো জমি কিছুটা ফেরায় তৃণমূল। কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়িতে ব্যাপক ফল করে বিজেপি। ২০২৪-এ যে ‘খেলা’ পুরো ঘুরে যায়। এবার ছাব্বিশের ভোট।
বিতর্কে NRC-SIR!
২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাই তৃণমূলের পাখির চোখ উত্তরবঙ্গ। জেতা জমি ধরে রাখা। উল্লেখ্য, ইতিমধ্যেই এনআরসি ইস্যুকে কেন্দ্র করে উত্তরবঙ্গে বেশ খানিকটা ব্যাকফুটে বিজেপি। কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে অসম সরকারের এনআরসি নোটিস পাঠানোকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল। ওদিকে রাজ্য়জুড়ে ‘ভুতুড়ে’ ভোটার ধরতেও ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতাকর্মীরা। ছাব্বিশের ভোটের আগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন SIR-ও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)