জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত শুধু নয়, ভারতের বাইরেও তাঁর জনপ্রিয়তা ধরা ছোঁয়ার বাইরে। ৩৫ বছর তিনি একাধারে রাজ করছেন স্ক্রিনে, এখনও তিনি পর্দায় এলে আবেগে ভাসেন অনুরাগীরা, এখনও তাঁর সিনেমা রিলিজ হলে, সিনেমাহলের বাইরে ঝোলে হাউজফুল বোর্ড। তিনি আর কেউ নন, তিনি বক্স অফিসের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। খ্যাতি, জনপ্রিয়তা, সম্পত্তি থেকে শুরু করে অসংখ্য পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। তবে আক্ষেপ ছিল, তিনি কোনওদিন জাতীয় পুরস্কার পাননি। এবার সেই আক্ষেপও ঘুচল। শুক্রবার ঘোষণা করা হল ৭১ তম জাতীয় পুরস্কার (71st National Film Award)। জওয়ান (Jawan) ছবির হাত ধরে প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান।
দিল্লির মধ্যবিত্ত পরিবারের ছেলে একদিন মুম্বইয়ে এসেছিল অভিনেতার হওয়ার স্বপ্ন নিয়ে। বন্ধুদের দয়া দাখিন্যে কেরিয়ারের শুরুর দিনগুলো কেটেছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে গড়েছেন রাজত্ব। ৩৩ বছর ধরে দর্শকদের মন জয় করে চলেছেন এমন একজন মেগাস্টার, তিনি আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান। সম্প্রতি, ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এ তাঁর অনবদ্য অভিনয়ের জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন ‘কিং খান’।
দেশের অন্যতম সেরা এই অভিনেতার দীর্ঘদিনের কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় এবং সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তার জনপ্রিয়তা কেবল ভারতেই সীমাবদ্ধ নয়, সারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। দেশ-বিদেশে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন শাহরুখ, কিন্তু ‘জওয়ান’-এর জন্য এই প্রথম তিনি জাতীয় পুরস্কারের সম্মান পেলেন।
এই পুরস্কার জয় প্রমাণ করে যে শাহরুখ খান আজও দর্শকদের হৃদয়ে ‘কিং অফ হার্টস’ হয়ে রাজত্ব করছেন। গত ৩৫ বছর ধরে তার অসাধারণ অভিনয়, ক্যারিশমা এবং বুদ্ধিমত্তা দিয়ে তিনি দর্শকদের মন জয় করে আসছেন। এই জাতীয় পুরস্কারের তিনি সম্পূর্ণ যোগ্য। সারা বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা এই সত্যটিই প্রমাণ করে যে তিনি ভারতীয় সিনেমার সর্বকালের সেরা সুপারস্টারদের মধ্যে একজন।
‘জওয়ান’-এর জন্য জাতীয় পুরস্কার প্রাপ্তির এই মুহূর্তে তার এই অসাধারণ ছবির কথা মনে পড়া স্বাভাবিক। অ্যাকশন, রোম্যান্স এবং ড্রামার মিশেলে শাহরুখ দর্শকদের একটি সত্যিকারের ব্লকবাস্টার উপহার দিয়েছেন, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিল।
জাতীয় পুরস্কার জয়ের মাধ্যমে শাহরুখ খান তার সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যোগ করলেন। এর আগেও তিনি একাধিক সম্মান পেয়েছেন। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। এছাড়াও ফ্রান্স সরকার তাকে ‘অর্ডার দে আর্টস এট লেটার্স’ এবং ‘লিজিয়ন অফ অনার’-এর মতো একাধিক সম্মান দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)