জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মা আসছেন। হাতে বাকি আর মাত্র ৫৭ দিন। চারিদিকে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। বাঙালির পুজো মানেই খাওয়া দাওয়া এবং সাজগোজ। পুজোর দুমাস আগে থেকেই চলে তোরজোর। ভির জমে বিউটি পার্লর , শপিং মলে। উদযাপনে মেতে ওঠে গোটা রাজ্য। ষষ্ঠী থেকে দশমি কোন দিন কোন পোশাক পরা হবে তাও আগে থেকেই ভেবে রাখেন অনেকে। পুজোর বাজার শুরু করে দিয়েছেন অনেকেই। বিলাসবহুল শপিং মলের পাশাপাশি ফুটপাত- পুজোর কেনাকাটায় থিক থিক করছে ভিড়।
আরও পড়ুন: ভূমিকম্প-সুনামি-দাবানল-আগ্নেয়গিরি; দানব-জলের গ্রাসে ১৪ দেশ! তলিয়ে গেল ২৩০০০০ প্রাণ…
পুজোর কটাদিন কেউ শাড়ি পরেই কাটিয়ে দেন। তবে সাবেকি সাজের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও সমানতালে পাল্লা দিয়ে চলে। পুজো মানে শাড়ি হলেও, জনপ্রিয়তা পিছিয়ে নেই ওয়েস্টার্ন পোষাকেও। অষ্টমি এবং দশমি ছাড়া অনেকেই বাজারে ট্রেন্ডে থাকা পোশাক পড়তেই পছন্দ করেন। প্রত্যেক বছরই কিছু কিছু জামাকাপড় ট্রেন্ডে থাকে। সেই ট্রেন্ডই অনেকে অনুসরণ করেন। জেনে নিন এবছরের ট্রেন্ডে থাকা কিছু ওয়েস্টার্ন পোষাক।
কো-অর্ড সেট- কো-অর্ড সেট-এ জামা এবং প্যান্টের রং হয় একই। এই পোশাকের সঙ্গে স্টেটমেন্ট গয়না পরতে পারেন। এই পোষাক আপনাকে ভিড় থেকে আলাদা করবে।
কর্সেট টপ- এই বছর কর্সেট টপ রয়েছে সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে। এই টপের সঙ্গে পরতে পারেন স্ক্রার্ট বা ট্রাউসার। এই জামা অফিস থেকে কোনও অনুষ্ঠানে পরলে নজডর কারবে সকলের।
রঙের ট্রেন্ড- পেসটেল রঙয়ের চাহিদা শুরু হয়েছে অনেক আগে থেকেই। একঘেঁয়ে রঙকে বাদ দিয়ে বেছে নিতে পারেন এই রং। এছাড়া সাদা রংও এই বছর ট্রেন্ডে রয়েছে।
স্টেটমেন্ট ড্রেস- এইবছর পেসটেল রঙ এবং ফুলের প্রিন্টের ড্রেসও রয়েছে চাহিদায়।
স্যুট সেট- এই পোশাক এবছর পুজোতে থাকবে ট্রেন্ডে। কম্ফর্ট এবং স্টাইল দুটোই থাকবে এই পোশাকে। পুজোতে তাক লাগিয়ে দিতে চটপট কিনে ফেলুন এই পোশাক।
মিক্স অ্যান্ড ম্যাচ- এই পুজোতে নতুন কিছু এক্সপেরিমেন্টও করতে পারেন। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে সাবেকি বা অস্কিডাইসের গয়না পরতে পারেন। এটি একটি বোহো লুক তৈরি করবে। এই বোহো লুক এখন ট্রেন্ডে আছে। পুজোতে সাবেকি সাজ সবাই সাজে। নজর কাড়তে ওয়েস্টার্ন এবং সাবেকি সাজের মেলবন্ধন এই বোহো বা ইন্দো ওয়েস্টার্ন লুক তৈরি করতে পারেন।
ঢিলা প্যান্ট- ঢিলা প্যান্টের চল আগেও ছিল, আবার তা ফিরে আসছে। এখনকার যুগের ছেলে মেয়েরা ঢিলা প্যান্ট পরতেই বেশি পছন্দ করেন। জিন্স থেকে শুরু করে ট্রাউজার সবকিছুই ঢিলা পরতে শুরু করেছেন অনেকেই। এই প্যান্ট যেমন আরামদায়ক তেমনই দেখতেও দারুণ লাগে। এই প্যান্টের সঙ্গে শর্ট টপ এমনকি শর্ট কুর্তিও পরতে পারেন।
কনট্রাস্ট জাতীয় পোশাক- এই ধরণের পোশক এখন খুবই ট্রেন্ডে। বেশি চিন্তা ভাবনা না করে কো অর্ডিনেটেড সেট, স্যুট পরতে পারেন। কোনটার সঙ্গে কোনটা পরবেন চিন্তা না করেই আপনার ফ্যাশনকে করে তুলুন আকর্ষনীয়।
দুর্গা পুজোতে সাবেকি সাজ, সাজেন সবাই। পুজোতে শাড়ি পরবেন অবশ্যই তবে এই ওয়েস্টার্ন পোশাকগুলিও পরতে পারেন। এছাড়া অনেকেই আছেন যাঁরা ওয়েস্টার্ন পোশাকেই সচ্ছন্দ বোধ করেন। তেমন সাবেকি সাজতে পছন্দ করেন না। তাঁরা বোহো বা ইন্দো ওয়েস্টার্ন লুকে সাজতে পারেন। বোহো লুক বলতে, লং স্কার্টের সঙ্গে ক্রপ টপ পরতে পারেন। এছাড়া অক্সিডাইসের গয়নাও পরতে পাড়েন ম্যাচিং করে। রঙের খেলা চলে প্রত্যেক বছরই। চলবে এই বছরও। তবে নিজেকে আলাদা করতে বেছে নিন পেসটেল জাতীয় রং। এই রং আপনাকে ভিড় থেকে আলাদা করবে তারই সঙ্গে কাড়বে নজর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)