প্রথম জাতীয় পুরস্কার জয়! ভিডিয়ো বার্তায় ভক্তদের ধন্যবাদ, কিন্তু হাতে ব্যান্ডেজ কেন?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে (71 National Film Awards) সেরা অভিনেতার সম্মান পেয়েছেন মেগাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। শুক্রবার সন্ধ্যায় এই খবর ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তিনি ভক্তদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দেন। সেখানে তিনি তাঁর এই পুরস্কারের জন্য পরিচালক অ্যাটলি, তাঁর টিম, পরিবার এবং সকল ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু অনেকেই লক্ষ্য করেন, শাহরুখের ডান হাতে ব্যান্ডেজ বাঁধা।

আরও পড়ুন- Shah Rukh Khan: ৩৩ বছরের অপেক্ষার অবসান! প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান…

শাহরুখের হাতে ব্যান্ডেজ কেন?

ভিডিওতে শাহরুখকে কালো পোলো টি-শার্ট এবং কালো ট্রাউজার পরা অবস্থায় দেখা যায়। তার ডান হাতটি ব্যান্ডেজে মোড়ানো ছিল। ভিডিওতে তিনি মজার ছলে তার এই আঘাতের বিষয়টি উল্লেখ করেন। ক্যাপশনে তিনি লেখেন, “সবার ভালোবাসায় আমি অভিভূত। আজ সবার জন্য আলিঙ্গন।”

জানা যায়, কয়েক সপ্তাহ আগে তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং চলাকালীন তিনি আঘাত পান। মুম্বইয়ের একটি স্টুডিওতে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় শাহরুখ আহত হন। একটি সূত্র জানায়, “তাঁর পেশিতে আঘাত লেগেছে, তবে গুরুতর কিছু নয়। এরপরও বিষয়টি হালকাভাবে নেওয়া হয়নি। চিকিৎসার জন্য শাহরুখকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন- 71st National Film Awards: ‘বলিমুখী’ জাতীয় পুরস্কার! সেরা অভিনেতা শাহরুখ-বিক্রান্ত, সেরা অভিনেত্রী রানি…

সেই  আঘাতের কারণে ‘কিং’ ছবির জুলাই ও অগাস্ট মাসের শুটিং বাতিল করা হয়েছে। শাহরুখ পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবারও শুটিং শুরু হবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো শাহরুখকে তার মেয়ে সুহানা খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে। তবে চোটের পরেও শাহরুখের মনোবল অটুট আছে। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “আমি দু’হাত বাড়িয়ে আপনাদের ভালোবাসা ভাগ করে নিতে চাইছিলাম, কিন্তু এখন আমি একটু অসুস্থ। তবে চিন্তা করবেন না! শুধু পপকর্ন তৈরি রাখুন। আমি শিগগিরই আবার হলে এবং পর্দায় ফিরে আসব।” এই কথা বলার পর তিনি এক হাত বাড়িয়েই তাঁর ট্রেডমার্ক ‘আর্মস-ওয়াইড’ পোজ দেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *