অয়ন ঘোষাল: ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গে সরে গিয়েছে। সর্বশেষ অবস্থান উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। মৌসুমী অক্ষরেখাও কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। আজ থেকে তুমুল বৃষ্টি উত্তরবঙ্গে। আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী এবং মাঝে মাঝে প্রবল বৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গ:
দক্ষিণবঙ্গে বৃষ্টি সম্পূর্ণ বন্ধ না হলেও আজ থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে। আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। আজ কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি নদীয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
কাল রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও অনেকটাই কমবে। কাল থেকে মাঝে মাঝে পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। আঞ্চলিক ভাবে দু-এক জায়গায় খুব সামান্য সময়ের জন্য দুই এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গে আজ শনিবার থেকে পরশু সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ওপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। নিচের দিকের জেলা দুই দিনাজপুরে ও ভারী বৃষ্টির আশঙ্কা।
আরও পড়ুন:Breaking News LIVE Update: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’! প্রকল্পের আওতায় কী কী কাজ?
উত্তরে ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জল স্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কালিম্পংএর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
কলকাতা:
কলকাতায় আজ থেকে বুধবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টির পরিমান কমে আসবে। কাল রবিবার থেকে বুধবার ক্রমান্বয়ে বাড়বে তাপমাত্রা। সঙ্গে জলীয় বাষ্প থাকায় চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তি ক্রমশঃ বাড়বে কলকাতায়।
ভিন রাজ্য:
অতি ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে। ভারী বৃষ্টির সতর্কতা বিহার ছত্তিশগঢ়, হিমাচলপ্রদেশ এবং ঝাড়খন্ডে। নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখন্ড ও রাজস্থানে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
