Birth Certificate correction: জন্ম সার্টিফিকেট সংশোধনে দুর্নীতি! নতুন গাইডলাইন জারি স্বাস্থ্য দফতরের…


অয়ন শর্মা: জন্ম সার্টিফিকেটে দুর্নীতির অভিযোগে আগেই কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর (Health Department)। এবার নাম সংশোধনের ক্ষেত্রেও, নতুন করে গাইডলাইন জারি করল স্বাস্থ্য ভবন। প্রয়োজন অনুসারে আর ইচ্ছামত নাম সংশোধন করা যাবে না। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাম সংশোধনের ক্ষেত্রে, অনিয়মের অভিযোগ আসছিল। সেই অভিযোগের নিষ্পত্তি করতে, এই মর্মে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। 

আরও পড়ুন, Trains at Sealdah: আর ছুটোছুটি নয়! ১ থেকে ১০, শিয়ালদহের কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন এবার নির্দিষ্ট… বড় আপডেট…

চিঠি দেওয়া হল প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে। জারি করা হলো নির্দিষ্ট গাইডলাইন। তাতে জানানো হল- 

১. যদি কোনও শিশুর ক্ষেত্রে নাম ছাড়াই, রেজিস্টারে তথ্য দেওয়া হয়। সুনির্দিষ্ট, তথ্য প্রমাণ দেখে রেজিস্টার তবেই নতুন করে নাম এনলিস্ট করতে পারবেন। তবে সে ক্ষেত্রে, রেজিস্টার যদি মনে করেন তবেই নাম এনলিস্ট করতে পারেন কোনও শিশুর।

২. মা ও বাবার ডিভোর্স হয়ে গেলে, সে ক্ষেত্রে শিশুর যে নাম আগে রেজিস্টার থাকবে তা কোনও ভাবেই বদল করা যাবে না।

৩. কোনও ক্ষেত্রে নামের বানান ভুল, ক্লারিক্যাল এরর, রেজিস্টারে তোলার সময় কোনও ভাবে ভুল হয়েছে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরই নামের সংশোধন করা যাবে।

৪. আগে থেকে জন্মের সময় দেওয়া রয়েছে কিন্তু নাম নেই, সেক্ষেত্রেও নতুন করে রেজিস্টারে নাম তোলা যাবে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ দিয়ে।

৫. জন্মের সময়ের পরিবর্তন কোনওভাবেই করা যাবে না, যদি তা করতে হয় তার জন্য যথাযোগ্য প্রমাণ দিতে হবে। 

৬. ব্যক্তিগত পরিচয় পরিবর্তনের জন্য নিছকই নামের সংশোধন করা যাবে না।

আরও পড়ুন, Kolkata Metro: কোথাও ফাটল, কোথাও চিড়! বদল হতে পারে একাধিক মেট্রো স্টেশনের পরিকাঠামো…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *