Bharati Singh: লাবুবুর ‘কু’সঙ্গে ছেলের মাথায় ‘শয়তানের বাসা’! আতঙ্কে পুতুলকেই চিতায় তুললেন ভারতী…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাবুবু (Labubu) পুতুলের দাপটে গত ক’সপ্তাহ ধরেই নেটদুনিয়া সরগরম। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই কিউট অথচ ‘ক্রিপি’ পুতুল এখন প্রায় ঘরে ঘরে! তারকা থেকে সাধারণ মানুষ—সবার মন জয় করেছিল লাবুবু। তবে এবার এই লাবুবু-কে নিয়েই ঘটল বড় কাণ্ড। সেই পুতুলকেই এবার প্রকাশ্যে আগুনে পোড়ালেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Comedian Bharati Singh)।

সম্প্রতি প্রকাশিত ভারতীর ইউটিউব ভ্লগে দেখা গিয়েছে, ক’দিন আগে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া যে লাবুবু পুতুলটি ছেলের জন্য শখ করে কিনে এনেছিলেন, সেটিই পুড়িয়ে ফেলছেন ভারতী। ভিডিওটির দৈর্ঘ্য ১৭ মিনিট ২৮ সেকেন্ড। ভারতীর দাবি, লাবুবুর আগমনের পর থেকেই নাকি ছেলে গোলার আচরণে ব্যাপক বদল এসেছে। গোলা নাকি আগের থেকে অনেক বেশি দুষ্টু হয়ে গিয়েছে, এমনটাই দাবি তাঁর।

এই কারণে শেষমেশ ‘শয়তান তাড়াতে পুতুল পোড়ানোর সিদ্ধান্ত নেন ভারতী। এই কাজে তাঁকে সাহায্য করেন ছেলের আয়া। যদিও আয়া নিজে খুব ভয় পেয়েছিলেন। পুতুল পোড়ানোর সময়ে ভারতী বলেন, ‘সবাই বলছে এটা কুসংস্কার। কিন্তু আমি তো নিজের চোখে গোলার পরিবর্তন দেখছি।’ পুতুল পোড়াতে গিয়ে তিনি বলেন, ‘এটা পুড়ছে না! মনে হচ্ছে, এর আত্মা প্রতিরোধ করছে।’ যদিও স্বামী হর্ষ এ নিয়ে রসিকতা করতে ছাড়েননি।

 

 

ভিডিয়োর এক অংশে দেখা যায়, ভারতী যখন বলেন, লাবুবু-কে পুড়িয়ে ফেলবেন, তখন ছেলে গোলা কাঁদতে কাঁদতে বলে, ‘ও তো আমার বন্ধু!’ কিন্তু ভারতী বোঝান, ‘ওই পুতুলটার জন্যই তুমি এত দুষ্টুমি করছ।’ শেষমেশ, আগুনে পুড়িয়ে দেওয়া হয় লাবুবু পুতুলটিকে। পরে ভারতী বলেন, ‘শয়তান মৃত। শয়তান সর্বদা পরাজিত হয়েছে, ঈশ্বর জয়ী হয়েছেন।’

ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা নিছক মজা, কেউ আবার বলেছেন, ‘এটা তো কুসংস্কার ছড়ানো।’ তবে একথা ঠিক— বেশ কিছু সময় পার হলেও ট্রেন্ডে আছে এই অদ্ভুত দেখতে পুতুল লাবুবু!

আরও পড়ুন:  Tanusree Dutta: ভয়ংকর পরিস্থিতি! বাড়িতেই চূড়ান্ত হেনস্থার শিকার বাঙালি অভিনেত্রী, কান্নায় ভেঙে পড়লেন ইনস্টাগ্রাম ভিডিয়োতে…

আরও পড়ুন:  Tanusree Dutta: ‘শ্যুটিঙের সময়ে আমাকে সেটে সবার সামনে পোশাক খুলিয়ে বসিয়ে রাখত, চাইলেও ঢাকতে দিত না শরীর…’

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *