বিধান সরকার: হোটেল ম্যানেজমেন্ট শিখতে গিয়ে ট্রেনিং সেন্টারে শ্লীলতাহানির শিকার নাবালিকা। গ্রেফতার অভিযুক্ত।
হোটেল ম্যানেজমেন্টের এর এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ,অভিযুক্ত প্রশিক্ষক। তার বাড়ি বলাগড় থানা এলাকাতে। বছর ১৭র ওই নাবালিকার অভিযোগ, হুগলির বলাগর থানার গুপ্তিপাড়ায় এলাকায় প্রতিষ্ঠিত হোটেল ম্যানেজমেন্ট সেন্টারটি অবস্থিত। সেখানেই তিনি কোর্স করার জন্য গিয়েছিলেন। গত ২৬ শে জুলাই শনিবার। ঐদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল।
সেদিন সেখানে আর কেউ আসেনি বলে তার দাবী। যিনি হোটেল ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেন তিনি জোর করে জড়িয়ে ধরে,চুমু খাওয়ার চেষ্টা করে এবং শ্লীলতাহানি করে। ভয় পেয়ে নাবালিকা সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। এই ঘটনা আজ বলাগড় থানায় অভিযোগ দায়ের হয়।
ওই ছাত্রীর বাবা জানান, হোটেল ম্যানেজমেন্ট কোর্স করার জন্য সরকারি ট্রেনিং সেন্টারে গিয়েছিল মেয়ে। সে সময় তাকে ট্রেনিং সেন্টারে মেয়ের সাথে খারাপ ব্যবহার করা হয়। মেয়ে ভয়ে বাড়িতে কাউকে কিছু বলেনি প্রথমে। পরে আমার দাদার মেয়েকে পুরো বিষয়টি জানায় এরপরই আমরা থানায় আসি।
যদিও অভিযুক্ত প্রশিক্ষক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন কিছু করিনি । এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। মেয়েটা সাতদিন আগে কেন অভিযোগ করল না।
পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: Bharati Singh: লাবুবুর ‘কু’সঙ্গে ছেলের মাথায় ‘শয়তানের বাসা’! আতঙ্কে পুতুলকেই চিতায় তুললেন ভারতী…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)