পিয়ালি মিত্র: এন আর সি (NRC) আতঙ্কের জেরে আত্মহত্যা (Suicide Case) ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কলকাতা রিজেন্ট পার্ক (Regent Park) এলাকার এই ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে ঝুলন্ত দেহ। এলাকায় চাঞ্চল্য মৃতের নাম দিলীপ কুমার সাহা। বয়স ৫৯ আট বছর। NRC নিয়ে তিনি আতঙ্কে ছিলেন- এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের (Bangladesh) ফেরত যাওয়ার আতঙ্ক সবসময় তার মধ্যে কাজ করত- এমনটাই দাবি মৃতের পরিবারের লোকেদের। ১৯৭২ সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। রিজেন্ট পার্কে থাকতেন। এনআরসির আতঙ্কেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। নিজের বাড়িতেই তার ঝুলন্ত দেহ পাওয়া যায়।
পরিবারের বক্তব্য:
পরিবারের লোকজন দাবি করছেন, তিনি কিছুদিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, সবসময় ভয়ে থাকতেন এবং এনআরসি আতঙ্কের কথা তিনি সকলকেই বলতেন। তাদের যেকোনও সময় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই আতঙ্ক তাকে তাড়া করত। আজ সকালে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অনেক ছোটবেলায় তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন। কিন্তু একটা ভয় সব সময় তার মধ্যে চলত। এই আতঙ্ক তাকে এতটাই গ্রাস করে ফেলে যে ব্যক্তি আত্মহত্যা করতে বাধ্য হন- এমনটাই মনে করছে মৃতের বাড়ির লোকজন।
দিলীপ কুমার সাহার পরিচয়:
অন্তত ৩০ বছর ধরে সপরিবারে রিজেন্ট পার্ক এলাকায় থাকতেন দিলীপ কুমার সাহা। স্ত্রী-ছেলে-পুত্রবধূ নাতনি সকলকে নিয়ে একসঙ্গে থাকতেন। একটি বেসরকারি স্কুলে অশিক্ষক-কর্মচারী কাজ করতেন তিনি। কিন্তু কয়েকদিন ধরে তিনি অত্যন্ত ডিপ্রেসড ছিলেন বলে অভিযোগ তার পরিবারের। ১৯৭২ সাল নাগাদ তিনি কলকাতায় আসেন। ছয় দিদি এবং তিনি একমাত্র ভাই সকলেই বাংলাদেশ থেকে এসেছেন। কলকাতায় এসে যাবতীয় বিয়ে, সংসার ইত্যাদি হয় তাদের। এনআরসি ইস্যু এবং pushback করে দেওয়ার আতঙ্ক তাড়া করত। এর জেরে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল।
তৃণমূলের বক্তব্য:
তৃণমূলের নেতা অরূপ চক্রবর্তী জানান, যে বিজেপির এই নোংরা চক্রান্তের জন্য, এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে। এর আগেও ওর নেতাজি নগরের এ ধরনের NRC আতঙ্কে আত্মহত্যার ঘটনা দেখা গিয়েছে। যারা অনেক আগে বাংলাদেশ থেকে এসেছে তারা কোথা থেকে বার্থ সার্টিফিকেট পাবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা। সাধারণ মানুষ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট কোথা থেকে পাবে? পাসপোর্ট কতসংখ্যক মানুষের মধ্যে রয়েছে সেই প্রশ্ন উঠছে। তবে বিজেপি নেতা সজল ঘোষ এইসব দাবীকে নস্যাত করে দিয়েছেন। এটি সম্পুর্ণ মানসিক সমস্যার ব্যাপার বলে জানিয়েছেন। এর সঙ্গে NRC -এর কোন যোগাযোগ নেই।
আরও পড়ুন: Kavi Subhas Metro: কবি সুভাষ স্টেশন বন্ধ! যাত্রীভোগান্তি কমাতে সোমবার থেকেই… বড় আপডেট…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)