ই. গোপী: সাধারণ মানুষের কাছে ব্যাংকের মতো পোস্ট অফিসও কষ্টের টাকা সঞ্চয় করে রাখার অন্যতম এক জায়গা। সেই পোস্ট অফিস থেকেই টাকা গায়েব। এক হাজার বা দু’ হাজার নয়, একেবারে ৮ লাখ টাকা গায়েব! আর সেই নিয়েই একেবারে হুলুস্থূল কাণ্ড…
ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাঁইতল গ্রাম। অভিযোগ, সাঁইতল গ্রামের পোস্ট অফিসের গ্রাহকদের টাকা নিয়ে চম্পট দিয়েছেন পিওন অমল দোলাই। আর এই অভিযোগ সামনে আসতেই পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের। পোস্ট অফিসের পিওন গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ তুলেছেন গ্রাহকরা। প্রতারণার অভিযোগেই পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকরা।
যদিও এই বিষয় নিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষ একেবারে নিশ্চুপ। অভিযোগ, বেশ কিছু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের পাসবুকে সই করে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। কিন্তু পরে যখন তাঁরা নিজেদের অ্যাকাউন্ট চেক করেন, তখন দেখেন যে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর এরপরই তাঁরা পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডেবরা থানার পুলিস। অমল দোলাই নামে ওই পিওন প্রায় ৮ লাখ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)