নদীর জলস্তর বাড়বে, নামবে ধস! সপ্তাহভর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে কি নাজেহাল হবে বাংলা? কবে স্বস্তি?। monsoon updates morning Weather bulletin Heavy Rainfall with Thunderstorm from today to saturday rain in south bengal rain in north bengal hot and humid kolkata and bengal


অয়ন ঘোষাল: আজও কি সারাদিন ধরে বৃষ্টি (Heavy Rain)? এসে গেল আজ, সোমবারের সকালের ওয়েদার রিপোর্ট (Bengal Weather Update)। মোটামুটি যা জানা গিয়েছে, সেটা হল– একটি ঘূর্ণাবর্ত (Cyclonic System) রয়েছে উত্তর-পশ্চিম বিহার (Bihar) ও সংলগ্ন উত্তর-পূর্ব উত্তরপ্রদেশে (UP)। মৌসুমি অক্ষরেখা সক্রিয় ভাবে রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও ক্যানিংয়ের উপর। মনসুন ফ্লো-র প্রভাবে আজও অতিবৃষ্টি উত্তরবঙ্গে। এদিকে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। 

আরও পড়ুন: Breaking News Live Update: আজ জন্মদিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও কিশোরকুমারের! দুই প্রতিভাকে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর…

উত্তরবঙ্গে বৃষ্টি

গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিতে ভুক্তভোগী উত্তরবঙ্গে আজ, সোমবারেও প্রবল বৃষ্টির সতর্কতা। আজ অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উত্তরে প্রবল বৃষ্টি আজ সোমবার রাত পর্যন্ত। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি এবং তার থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়। তবে বৃষ্টির  পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমে আসার পূর্বাভাসও রয়েছে। 

জলস্তর, ধস

উত্তরে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।

আরও পড়ুন: Shani’s Dearest Zodiac Signs: বিপদ এঁদের ছুঁতে ভয় পায়! শনিদেবের অতি প্রিয় ৫ রাশির কাছে যমও ঘেঁসে না! ভাগ্য সদাই এঁদের সঙ্গে…

দক্ষিণবঙ্গে বৃষ্টি, আর্দ্রতা

দক্ষিণবঙ্গে পরশু বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টি হবে অল্প সময়ের জন্য। ১৫ থেকে সর্বাধিক ৪৫ মিনিটের বৃষ্টি। তারপর আর্দ্র ঘর্মাক্ত প্যাচপ্যাচে অস্বস্তি। তারপর আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার থেকে লক্ষ্যণীয় ভাবে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। ফের বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। সেই হিসেবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্র এবং শনিবার। 

কলকাতায়

কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। বুধবার পর্যন্ত দিনের যে কোনো সময়ে আঞ্চলিক ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির আগে-পরে প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে কলকাতায়। শুক্রবার এবং শনিবার আশানুরূপ বৃষ্টি পেতে পারে কলকাতা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *