নারায়ণ সিংহ রায়: শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে এ বাড়িতে ঢুকে কি দুষ্কৃতি তাণ্ডব? না অন্যকিছু? ঘটনাকে কেন্দ্র করে দানা বাঁধছে রহস্য। ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিস পৌঁছে বেশ কিছু রহস্যজনক তথ্য পেয়েছে। তবে আসল ঘটনা কী? কী হয়েছে এই আবাসনের ফ্ল্যাটে তা এখনও পরিষ্কার নয়। ফ্ল্যাট থেকে শুরু করে তৃতীয়তল ওই আবাসনের পুরো সিঁড়িতে এবং পেছনের ফাঁকা জমিতেও ছোপ ছোপ রক্তের দাগ মিলেছে।
আরও পড়ুন:Bengal Weather Update: বঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব! ফের বানভাসি বাংলা, আবহাওয়ার লেটেস্ট আপডেট…
ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আহত ব্যাক্তি রূপল সরকারকে। রূপকের হাতে এবং দেহের এক জায়গায় সামান্য আঘাত লাগলেও গোটা ফ্ল্যাটে এবং আবাসন চত্বরে এত রক্ত এলো কী করে তা নিয়েই রহস্য ঘনীভূত হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা এবং পুলিস আহত রূপক সরকার নামে ওই ব্যক্তিকে নিয়ে যায় হাসপাতালে। ঘটনাস্থলে শিলিগুড়ি থানার উচ্চপদস্থ পুলিস কর্তা এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের উচ্চপদস্থ পুলিস কর্তারা পৌঁছে বেশ কিছু রহস্যের আঁচ পেয়ে ফরেনসিক টিমকে তলব করে।
স্থানীয়দের বক্তব্য, বাড়ির ভেতরে সমস্ত কিছু ও আলমারি ভাঙচুর অবস্থায় রয়েছে, তবে একটি আলমারি অক্ষত অবস্থায় রয়েছে বলেই সূত্রের খবর এবং সেই আলমারির হাতলে রক্তের দাগ রয়েছে। পুলিস ফরেন্সিক টিম আসার আগে ওই আলমারি খুলতে চায়নি। জানা গিয়েছে আক্রান্ত রূপক সরকার শিলিগুড়ি পৌরনিগমের অস্থায়ী কর্মী। বাবা বিছানায় শয্যাশায়ী। রূপকের স্ত্রী এবং সন্তান রয়েছে তবে তাদের মধ্যে খোর-পোষের মামলা চলছে ফলে তার স্ত্রী এবং সন্তান বাপের বাড়িতে থাকে। ডাবগ্রামের ওই আবাসনের রূপক তার বাবাকে নিয়েই থাকত।
আরও পড়ুন:Dev-Subhashree: ‘এই জন্মে আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না…’, দেবের উত্তরে শুভশ্রী জানান…
সূত্রের খবর, রূপক তার শালিকে বিয়ের জন্য আগ্রহ প্রকাশ করে অনেকের কাছেই দরবার করেছে। কিন্তু খোরপোষের মামলা চলায় তা সম্ভব হচ্ছিল না। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এক ইরিক্সা চালকের সঙ্গে তার মাঝে মাঝেই কথা কাটাকাটি হত কোন অর্থনৈতিক কারণে। আজ যে ঘটনাটি ঘটেছে, তা ঠিক কি বিষয় নিয়ে তা বুঝতে রূপক সরকারকে পুলিসি হেফাজতে রেখেই চিকিৎসা চলছে। শিলিগুড়ি থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, আগামীকাল আসবে ফরেনসিক টিম, তারপর ওই ফ্ল্যাট তদন্ত চালাবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। আপাতত ওই ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। রূপক সরকারের বাবা অসুস্থ থাকায় তাকে ভর্তি করা হয়েছে রেল হাসপাতালে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)