‘তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা’, রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড়…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাকতালীয় নাকি নাম না করেই কটাক্ষ। ধন্দে গোটা টলিউড (Tollywood)। আসলে মঙ্গলবার সকাল থেকেই ইন্ডাস্ট্রির অন্দরে একটি পোস্ট ঘিরে ফিসফাস। সোমবারই এক দশকের পর মান অভিমান ভুলে ছবি প্রচারে একসঙ্গে মঞ্চে আসেন দেব (Dev) শুভশ্রী (Subhahsree Ganguly)। প্রাক্তনের প্রতি বন্ধুতার গল্প ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে রাজের প্রাক্তনের (Raj Chakraborty’s Ex wife Satabdi Mitra) পোস্ট ঘিরে ঝড়। 

২০০৬ সালে প্রথম বিয়ে রাজের। স্ত্রীর নাম শতাব্দী মিত্র। সেই সময় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। তবে এরপর রাজের পায়ের চলার মাটি টলিউডে শক্র হয়। আর ভাঙতে থাকে বৈবাহিক জীবন। ২০১১ সালে ডিভোর্স হয় রাজ-শতাব্দীর। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তাঁরা দুই সন্তানের মা-বাবা। 

আরও পড়ুন- Jeetu Kamal on Ditipriya Roy: অন্যের প্ররোচনায় জীতুর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দিতিপ্রিয়ার! গোপন কথোপকথন ফাঁস অভিনেতার…

মঙ্গলবার আচমকাই ফেসবুকে রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র পোস্ট করেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? History repeats… বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…. আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা,ঠিক একই পথ ধরে।’

শতাব্দীর এই পোস্ট ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ সোমবারের ইভেন্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দেব শুভশ্রীর কেমিস্ট্রি নিয়ে ছড়িয়েছে হাজারও পোস্ট। তৈরি হয়েছে নানা মিমও। সোমবার রাতে ইন্টারনেট যখন দেব-শুভশ্রীকে নিয়ে উত্তাল, তখনই আসে শতাব্দীর পোস্ট। যথারীতি দুই দুইয়ে চার করে ফেলে নেটিজেনরা। অনুরাগীদের দাবি রাজকে কটাক্ষ করেই এই পোস্ট করেছেন শতাব্দী। 

আরও পড়ুন- Dev-Subhashree: ‘এই জন্মে আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না…’, দেবের উত্তরে শুভশ্রী জানান…

এক সাক্ষাত্‍কারে শতাব্দী বলেন, “আমি জানি ছবির প্রচারে অনেক কিছুই করতে হয়। আমিও তো এই সবেরই অংশ ছিলাম। এদের প্রত্যেককে সামনে থেকে দেখেছি। কিন্তু কোথাও গিয়ে সম্পর্কের দায়ভারও তো সত্যি, তাই না? আসলে কী বলুন তো যে মানুষটাকে নিয়ে এই পোস্ট তাঁকে তো বহু বছর চিনি সে কী অনুভব করতে পারে, তাঁর মধ্যে কতটা জেলাসি, কতটা পজেসিভ সেটা তো আমার কিছুটা হলেও চেনা সেই জায়গা থেকে আমার যা মনে হয়েছে তাই লিখে ফেলেছি”।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *