প্রবীর চক্রবর্তী: কেন্দ্রের বেঁধে দেওয়া পদ্ধতিতে নিজেকে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে ভোটার তালিকায় নাম উঠবে না। ফলে একইসঙ্গে ভোটার তালিকা থেকেও আপনার নাম মুছে যেতে পারে। পাশাপাশি নাগরিকত্বও চলে যেতে পারে।
ভোটার তালিকা সংশোধনে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR)-এর গুঁতোয় বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কয়েক লাখ মানুষের নাম। বাংলাতেও হতে পারে এমন কাণ্ডে। ফলে প্রশ্ন উঠছে নাগরিক প্রমাণ করতে গেল কোন নথি থাকা প্রয়োজন। কেন্দ্রকে এরকমই প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়।
মালা রায়ের প্রশ্ন ছিল, নিজেকে ভারতের নাগরিক প্রমাণ করতে গেলে কোন কোন পরিচয়পত্র থাকতে হবে? লোকসভায় হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে এমনি প্রশ্ন করেছিলেন মালা রায়। তৃণমূল সাংসদের সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক প্রয়োজনীয় নথির সঠিক তালিকা দেয়নি। শুধু জানিয়েছে, কেন্দ্র সরকার যেসব জাতীয় পরিচয়পত্র দিয়েছে সেগুলো সব কাজে লাগবে।
আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি
আরও পড়ুন-আতঙ্কের নাম SIR! ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন ১১ নথি, জেনে নিন
এখন দেখা যাচ্ছে প্যান ও আধার-দুটোই জাতীয় পরিচয়পত্র হিসেবে মান্য করা হয়। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে আধার, রেশন কার্ড কিংবা ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে! এখন কী হবে। স্যার(SIR) বিতর্কের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের ওই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ।
এখন জেনে নেওয়া যাক SIR এর জন্য কোন ১১টি নথি চাওয়া হচ্ছে-
১. বার্থ সার্টিফিকেট
২. পাসপোর্ট
৩. ম্যাট্রিকুলেশন বা হায়ার এডুকেশেনের সার্টিফিকেট
৪. সরকারি পরিচয়পত্র অথবা পেনশনের নথি
৫. পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট
৬. ফরেস্ট রাইটস সার্টিফিকেট
৭. কাস্ট সার্টিফিকেট
৮. এনআরসি-র নথি(যদি থাকে)
৯. ফ্যামিলি রেজিস্টার
১০. জমি বা বাড়ির অ্য়ালটমেন্ট সার্টিফিকেট
১১. ১৯৮৭ সালের আগে সরকারের দেওয়া পরিচয়পত্র
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)