Bagda School Teacher Crime: ভয়ংকর! তৃতীয় শ্রেণীর ছাত্রীর শরীরে শিক্ষকের নোংরা হাত… স্কুলেই একলা পেয়ে …


মনোজ মণ্ডল:  ভয়ংকর! তৃতীয় শ্রেণীর ছাত্রীর শরীরে শিক্ষকের লালসার হাত… মেপে মেপে স্পর্শ সব…

তৃতীয় শ্রেণীর এক নাবালিকাকে শ্লীতাহানির অভিযোগ উঠল বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে স্কুলে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল অভিভাবক ও স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বাগদা থানার হুদা গ্রামের হুদা প্রাথমিক বিদ্যালয়ে। 

নাবালিকা ছাত্রীর পরিবার জানিয়েছেন মেয়ে সোমবার স্কুলে যেতে চায়না। কারণ জিজ্ঞাসা করলে বলতে চায় না। এরপর চাপ দিতে নাবালিকা জানায় শুক্রবার সে  স্কুলে গেলে স্কুল ছুটির পর অন্য সবাইকে ছুটি দিয়ে তাকে বসতে বলে অভিযুক্ত শিক্ষক। 

অভিযোগ, অভিযুক্ত শিক্ষক শিমুল বিশ্বাস তাঁর শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে।  এরপর মঙ্গলবার বাড়ির লোকেরা বিদ্যালয় গিয়ে শিক্ষককে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। খবর জানাজানি হতে অন্য অভিভাবকরা ও স্থানীয়রা সেখানে এসে শিক্ষককে আটকে রাখে। 

এরপর ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিস। অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানাতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্তকে গ্রেফতার করে বাগদা থানার পুলিস।

আরও পড়ুন:  Burdwan Shocking Case: ‘হয় লোন শোধ কর, নয় ম*র…’ হাতে বি*ষের প্যাকেট দিল বর! পূর্বস্থলী স্টেশনের কাছেই বেচারি বউ…

আরও পড়ুন:  Howrah Electrocuted death case: রাস্তায় একহাঁটু জল! স্বপনবাবুর বাড়ি থেকে আলমারি নামাতে গিয়েই বিদ্যুতের ঝটকা… লুটিয়ে পড়লেন…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *