অয়ন ঘোষাল: আজ বিকেলের আবহাওয়া …
ব্রেক মনসুন –
বাংলায় মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী কয়েক দিন ওয়াইড স্প্রেইড রেইন বাংলায়।
দক্ষিণবঙ্গ-
★আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলাতে। কিছুটা বাড়বে তাপমাত্রা; সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি আরো বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে।
★কাল বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা ও দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দু এক জায়গায়।
★বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
★শুক্রবার পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টি। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি।
★শনিবার , রবিবার এবং সোমবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
আগামী কয়েক দিন সামান্য বাড়বে তাপমাত্রা। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গ-
★আজ মঙ্গলবার ও কাল বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
★বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। ।কোচবিহার মালদাতে ভারী বৃষ্টির সতর্কতা।
★শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
★সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং ও কোচবিহার জেলাতে।
★ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে।
নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।
দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ-
★ উত্তরবঙ্গের ফালাকাটায় ৯০ মিলিমিটার। চ্যাংমারি ও ডায়না ৮০ মিলিমিটার। জয় বীরপাড়া ও গোপালপুর ৫০ মিলিমিটার। বালুরঘাট ও বাগডোগরা ৪০ মিলিমিটার।
★দক্ষিণবঙ্গের নারায়ণপুর ৯০ মিলিমিটার। আমতলা ৫০ মিলিমিটার। ব্যারাকপুর তারকেশ্বর বাগাটি ৫০ মিলিমিটার। আলিপুর ও মানকড় ৪০ মিলিমিটার।