Burdwan Shocking Case: ‘হয় লোন শোধ কর, নয় মর…’ হাতে বিষের প্যাকেট দিল বর! পূর্বস্থলী স্টেশনের কাছেই বেচারি বউ…


সঞ্জয় রাজবংশী:  অমানবিক ঘটনার সাক্ষী কালনা…

‘হয় লোন শোধ করবি। না হয় বিষ খাবি’! এই বলেই স্ত্রীর হাতে বিষের প্যাকেট ধরিয়ে দিয়েছিল স্বামী। অবশেষে অপমানে অভিমানে ভেঙে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী স্ত্রী। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী থানার অন্তর্গত কালনার পূর্বস্থলী স্টেশন বাজার এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম অমিতাজ বিবি  (৩৬)। বাড়ি পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায়। 

মৃতের ছেলে কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, মায়ের উপর বাবা দীর্ঘদিন ধরেই অত্যাচার করত।  একই সাথে মায়ের নামে  ১ লক্ষ ১৮ হাজার টাকা লোন নিয়েছিল তার বাবা। লোনের টাকা বাবা নিয়েছিল কিন্তু মাকে,সবসময় লোন শোধ করার জন্য চাপ দিত। এই নিয়ে প্রায়শই অশান্তি চলত। মা হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি জানিয়েছেন বাবাই বিষের প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছিল মায়ের। 

তিনি বলেছিলেন লোন শোধ কর, না হলে বিষ খা। এরপরই অপমানে মা বিষ খেয়ে আত্মঘাতী হয়। রবিবার দুপুরে বিষ খেয়ে নেন তিনি, এরপর প্রথমে পূর্বস্থলী হসপিটাল পরবর্তী সময় কালনা হসপিটাল ভর্তি ছিলেন। মঙ্গলবার গভীর রাতে কালনা হসপিটালে মৃত্যু হয় তার। আজ মঙ্গলবার দুপুরে কালনা হসপিটালে হবে মৃতদেহের ময়না তদন্ত। শ্বশুর বাড়ির লোকজন এখন কী বলছে জানা যায়নি। নাবালক ছেলেকে কে-ই বা দেখবে তার কোন সদূত্তর পাওয়া যায়নি। 

আরও পড়ুন:  Howrah Electrocuted death case: রাস্তায় একহাঁটু জল! স্বপনবাবুর বাড়ি থেকে আলমারি নামাতে গিয়েই বিদ্যুতের ঝটকা… লুটিয়ে পড়লেন…

আরও পড়ুন:  Shanta Paul fake Aadhar Card: লাস্যময়ী শান্তার ছলনায় সাড়া নৈহাটির সৌমিকের! ভুয়ো আধার কার্ড বানিয়ে দেয় এলাকার ‘ভালো’ ছেলে …

 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *