জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৩৪-এই থামল জীবন। কন্নড় অভিনেতা সন্তোষ বলরাজ মঙ্গলবার প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। গত কয়েক মাস ধরে অভিনেতা জনডিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসা চলাকালীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।
সন্তোষ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন এবং ৫ অগাস্ট সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবরে কন্নড় বিনোদন জগতে ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁকে স্যান্ডলউডের ফিউচার স্টার হিসেবে দেখতেন।
সন্তোষ বলরাজ ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের একজন উদীয়মান অভিনেতা এবং প্রখ্যাত প্রযোজক আনেকল বলরাজ-এর ছেলে। আনেকল বলরাজ ২০০৩ সালের সুপারহিট ছবি ‘কারিয়া’ প্রযোজনা করেছিলেন, যেখানে দর্শন মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ২০২২ সালে একটি পথ দুর্ঘটনায় মারা যান।
সন্তোষ বলরাজ সিঙ্গেল ছিলেন এবং তিনি তাঁর মায়ের সঙ্গে থাকতেন। তিনি বাবার রেখে যাওয়া ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করছিলেন।
সন্তোষ জনপ্রিয়তা পান ২০১৫ সালের অ্যাকশন থ্রিলার ছবি ‘গণপা’-তে অভিনয়ের মাধ্যমে। ছবিটি পরিচালনা করেন প্রভু শ্রীনিবাস, এবং এটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই ছবির কাহিনি অনেকটা ‘কারিয়া’ ছবির মতোই, এবং এটি সুপারহিট হয়।
২০১২ সালে, অভিনেতা ‘ওলাভিনে ওলে’ নামের একটি রোমান্টিক ড্রামা ছবিতে অভিনয় করেন। যেখানে তাঁর বিপরীতে ছিলেন নেহা পাটিল। ছবির মূল বিষয় ছিল অনার কিলিং এবং এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ২০১৩ সালে, অভিনেতা ‘জন্ম’ ছবিতে মুখ্য চরিত্র কান্তীরাভ হিসেবে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন চক্রবর্তী।
সন্তোষ বলরাজের আকস্মিক মৃত্যুতে স্যান্ডলউড ইন্ডাস্ট্রি এক প্রতিভাবান অভিনেতাকে হারাল। যিনি ভবিষ্যতে আরও অনেক উজ্জ্বল কাজ উপহার দিতে পারতেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)